Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজার চোখে সাকিব-তামিম যেমন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২১:৪৭ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২১:৫১

বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ দুই তারকা মনে করা হয় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। সম্প্রতি সময়ে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। হামজা এই মুহূর্তে বাংলাদেশের খেলাধুলার বড় এক নাম। তার আগমনে দেশের ফুটবল নিয়ে আগ্রহ বেড়েছে অনেকখানি। মাঠে এবং মাঠের বাহিরে- হামজাই এখন দেশের ফুটবলের মধ্যমণি।

বর্তমান সময়ের তারকা হামজাকে প্রশ্ন করা হয়েছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে। হামজা সাকিব-তামিমকে প্রসংশায় ভাসিয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির ডিফেন্সিফ মিডফিল্ডার হামজা এই মুহূর্তে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরুর অপেক্ষা করছেন তারকা ফুটবলার। এর মধ্যে লেস্টারের অ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে নানান কথা বলেছেন। বাংলাদেশে তাকে নিয়ে যে মাতামাতি সেই ভালোবাসা, মুগ্ধতার কথা জানিয়েছেন হামজা। বাংলাদেশে খেলাধুলার অপর দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের প্রসঙ্গও উঠেছিল হামজার সামনে।

বিজ্ঞাপন

হামজা বলেন, ‘সাকিব একজন আইকন। তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটকে বহু বছর ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি একজন মেগাস্টার।’ সাকিব-তামিমের সঙ্গে নিজের তুলনা করতে চাননি হামজা চৌধুরী।

বাংলাদেশে যেমন ভালোবাসা পান সেটা বর্ণনা করতে গিয়ে হামজা বলেছেন, ‘আমরা প্রথম যখন সেখানে যাই, তখন আমি আমার গ্রামে ফিরে যাই। সেটা একদম গ্রামীণ একটা জায়গা ছিল। আমি বড় হওয়া পর্যন্ত আমার শৈশবের বড় একটা অংশ ছিল এই গ্রামেই। সেখানে যে অভ্যর্থনা পেয়েছি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। ছেলেরা (সতীর্থরা) এটা নিয়ে প্রায়ই কথা বলে, এটা অবিশ্বাস্য। এই মাত্রার ভালোবাসা কখনও স্বাভাবিক মনে হবে না।’

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল সাকিব আল হাসান হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর