Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তাফিজের জন্য দুঃসংবাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৫ ২২:২০ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ ২২:২৬

পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশি ক্রিকেটাররা এখন ছুটির আমেজে। ছুটি কাটাচ্ছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমানও। ছুটির মধ্যেই একটা অপ্রত্যাশিত খবর শুনতে হলো মোস্তাফিজকে।

শ্রীলংকা ও পাকিস্তান সিরিজে দুর্দান্ত বোলিং করে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ের সেরা দশে ফিরেছিলেন মোস্তাফিজ। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে পিছিয়েছেন মোস্তাফিজ। নিজের পারফরম্যান্সের জন্য অবশ্য নয়। বাংলাদেশের খেলা নেই বলে মোস্তাফিজও মাঠে নামতে পারেননি।

এদিকে, অন্য দলের ক্রিকেটাররা খেলেছেন। ফলে তাদের র‌্যাংকিংয়ে উন্নতির কারণে পিছিয়েছেন মোস্তাফিজ। ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশি পেসার ১০ নম্বর থেকে নেমে গেছেন ১২ নম্বরে।

বিজ্ঞাপন

গত শ্রীলংকা ও পাকিস্তান সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজ। শ্রীলংকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলা মোস্তাফিজ একটিতে রান দিয়েছিলেন ১৪, অন্যটিতে ১৭। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫ রানে নিয়েছেন ১ উইকেট। যাতে র‌্যাংকিংয়ে ১৭ ধাপ উন্নতি করে উঠেছিলেন দশ নম্বরে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল মোস্তাফিজকে।

সারাবাংলা/এসএইচএস

মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর