বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে এটা আগে থেকেই নিশ্চিত হয়ে আছে। সিরিজ খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের অস্ট্রেলিয়া যাওয়ার দিনক্ষণও চূড়ান্ত হয়ে ছিল। সেই সময়টা এগিয়ে আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৯ আগস্ট দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। দুই দিন এগিয়ে আনা হয়েছে এই সফর। অর্থাৎ বাংলাদেশ ‘এ’ দল এখন ৭ আগস্ট রওনা দিবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে।
বাংলাদেশ ছাড়াও আরও ১০টি দল অংশ নিবে এই টুর্নামেন্টে। পাকিস্তান শাহিন অর্থাৎ পাকিস্তান ‘এ’ দলও যাবে এই টুর্নামেন্ট খেলতে। নেপাল জাতীয় দল যাবে টুর্নামেন্ট খেলতে।
বাংলাদেশ ‘এ’ দল এবারের আসরে তাদের প্রথম ম্যাচটা খেলবে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ১৪ আগস্ট ডারউইনের টিআইও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটা। বাংলাদেশ গত আসরে টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের রানার্সআপ হয়েছিল।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় রওনা দেওয়ার আগে দেশে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রামে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে বিসিবির হাই পারফরম্যান্স দলের বিপক্ষে। আগামী ৩১ জুলাই, ১ ও ৩ আগস্ট মাঠে গড়াবে ম্যাচ তিনটি।