Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাঁকা সময়ে নেদারল্যান্ডসকে সিরিজ খেলতে ডাকবে বাংলাদেশ!

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ০১:২২

আগামী মাসে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু শেষ মুহূর্তে এসে সিরিজ পেছানোর বার্তা দেয় ভারত। ফলে আগস্ট মাসটা অর্থাৎ ভারতের বিপক্ষে যে সময়ে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই সময়টা বাংলাদেশের জন্য এখন ফাঁকা। এই ফাঁকা সময়ে একটা সিরিজ আয়োজন করতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, এই ফাঁকা সময়ে একটি দলকে আমন্ত্রন জানিয়ে সিরিজ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে বিসিবি। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস বা নেপাল যেকোনো একটা দলকে আমন্ত্রণ জানাতে চায় বিসিবি। সব দিক বিবেচনা করে যে দলকে সুবিধাজনক মনে হবে সেই দলকেই আমন্ত্রণ জানানো হবে, এমটাই বলা হচ্ছিল।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, নেদারল্যান্ডস ইতোমধ্যেই ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন বিসিবি তাতে সাড়া দিলে ফাঁকা সময়ে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ দেখা যাবে।

সামনে যেহেতু টি-টোয়েন্টি ব্যস্ততা। ফলে নেদারল্যান্ডস সিরিজটি হতে পারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াতে পারে ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে।

আগামী মাসের ৬ তারিখ থেকে স্কিল ও  ফিটনেস ক্যাম্প শুরু হওয়ার কথা ক্রিকেটারদের। ক্যাম্পের পরই কোনো একটা দলের বিপক্ষে সিরিজ খেলুক ক্রিকেটাররা, এমনটাই চায় বিসিবি।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর