Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ফরম্যাটের ক্রিকেটার হতে চান নাঈম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৩:৪১

তরুণ স্পিনার নাঈম হাসান মূলত টেস্ট ক্রিকেটার হিসেবেই পরিচিত। তার ক্যারিয়ার পরিসংখ্যানও সেটাই বলে। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৪টি টেস্ট খেলে ফেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে অভিষেকই হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে, টি-টোয়েন্টি ঠিকই খেলেন নাঈম। তরুণ স্পিনারের ইচ্ছা, তিন ফরম্যাটের ক্রিকেটেই নিজেকে প্রতিষ্ঠা করা।

ডানহাতি অফস্পিনার বলেছেন, ‘আমি তিন ফরম্যাটে খেলার মতো করেই নিজেকে প্রস্তুত করছি। জাতীয় দলে শুধু টেস্ট ক্রিকেট খেলছি। কিন্তু প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতেও খেলি। আমি নিজেকে তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবেই চিন্তা করি।’

কদিন পর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় ১১টি দল নিয়ে একটি টুর্নামেন্ট হবে, সেখানে অংশ নিবে বাংলাদেশ ‘এ’ দল। এই টুর্নামেন্ট মূলত টি-টোয়েন্টি ফর‌ম্যাটে। নাঈম সুযোগ পেলে সেখানে খেলে নিজের সামর্থ্যের জানান দিতে চান।

বিজ্ঞাপন

বলেছেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশন অচেনা। কোনো সময় খেলা হয়নি। যদি আমাকে নেয় (এ দলে) তাহলে অবশ্যই যাব। নতুন কন্ডিশন জানব, বুঝব কী করতে হবে ওখানে। যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলে ওরাই ‘এ’ দলে থাকে। ওদের সঙ্গে বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। এটা আমাদের জন্য ভালো হবে। পরে যদি অস্ট্রেলিয়ায় আবার খেলার সুযোগ হয়, এখন খেলতে পারলে আমার জন্য সহজ হবে।’

আধুনিক ক্রিকেটে লোয়ার অর্ডারের কাছ থেকেও রান প্রত্যাশা করা হয়। নাঈম নিজেকে প্রস্তুত করছেন সেভাবেও। বোলিংয়ের পাশাপাশি মনোযোগ দিচ্ছেন ব্যাটিংয়েও।

তরুণ স্পিনার বলেছেন, ‘ব্যাটিং নিয়েও কাজ করা হচ্ছে। চেষ্টা করছি ব্যাটিংয়ে আরও উন্নতি করার জন্য যেন সেক্ষেত্রেও দলে অবদান রাখতে পারি। আমার ইনিংসগুলো যদি আরও বড় করতে পারি, আমার দলের জন্যই ভালো হবে। লোয়ার অর্ডার ব্যাটাররা বড় স্কোর করতে পারলে ড্যামেজ নিয়ন্ত্রণ হয়ে যায়। চেষ্টা করছি নিজের ব্যাটিং ওই জায়গায় নিয়ে যাওয়ার।’

সারাবাংলা/এসএইচএস

নাঈম হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর