Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিলেন অভিযোগকারী

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১৩:৫৭

ফোনে ডেকে নিয়ে মারধরের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছিলেন এক যুবক। সম্পর্কে তাসকিনের ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভ নামের সেই যুবক অভিযোগ তুলে নিয়েছেন।

মিরপুর মডেল থানায় অভিযোগ করা হয়েছিল তাসকিনের বিরুদ্ধে। গতকাল বুধবার (৩০ জুলাই) সেখান থেকে অভিযোগ তুলে নেওয়া হয়। দুজনের পরিবার নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন সিফাতুর রহমান সৌরভ।

তিনি বলেন, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ দেওয়ার পরে তাসকিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়। তাসকিনের বাবা সম্পর্কের দিক থেকে আমার নানা হয়। আমাদের পরিবার থেকেও বসা হয়। আজকে (সমাধান হয়েছে)। যদি আগে সমাধান করা যেত তাহলে তখনই (শুরুতে) হত। তখন পরিস্থিতি ছিল না।’

বিজ্ঞাপন

তাসকিনের সঙ্গে বন্ধুত্ব আগের মতো থাকবে কিনা এমন প্রশ্নে সৌরভ বলেন, ‘অবশ্যই আমার ছোটবেলার ফ্রেন্ড। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা জানাব অবশ্যই, তাসকিন আহমেদকে আমি এখন প্লেয়ার হিসেবে চিনি। (বন্ধু হিসেবে) আমি এখন (এই ব্যাপার নিয়ে) একটু ট্রমাটাইজড। এখানে আমাকে একটু সময় দিতে হবে।’

উল্লেখ্য, বন্ধুকে মারধরের অভিযোগ ওঠার পর তাসকিন সরসারি অভিযোগ অস্বীকার করেছিলেন। গণমাধ্যমকে বলেছেন, তিনি কাউকে মারধর করেননি। বিষয়টি অনেকটা ভুল বোঝাবুঝি।

তাসকিন গণমাধ্যমকে বলেন, ‘এটা আসলে ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল অন্য জনের। দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সঙ্গে কোনো ঝগড়াই হয়নি ওর। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।’

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর