তিন সপ্তাহের চুক্তিতে পাওয়ার হিটিং কোচ হিসেবে ইংল্যান্ডের জুলিয়ান রস উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোড (বিসিবি)। কাজে যোগ দিতে উড কবে নাগাদ বাংলাদেশে আসবেন তা জানা গেল এবার।
আগামী ১০ আগস্ট বাংলাদেশে এসে পা রাখবেন ইংলিশ কোচ। কাজ করবেন ৩ সেপ্টম্বর পর্যন্ত। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।
আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। শেষ মুহূর্তে এসে ভারত সফর পিছিয়ে দিলে এই ফাঁকা সময়ে ক্যাম্প করার সিদ্ধন্ত নিয়েছে বিসিবি। আর সেই ক্যাম্পেই ডাকা হচ্ছে উডকে।
বাংলাদেশে এর আগেও কাজ করা অভিজ্ঞতা আছে উডের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট সানরাইজার্সের হয়ে কাজ করেছেন তিনি। সেই কাজ মনে ধরেছে বলেই তাকে জাতীয় দলের হয়ে ডেকেছে বিসিবি।
এর আগে বিগ ব্যাশের সিডনি থান্ডার্স, পিএসএলের মুলতান সুলতানস, আইপিএলের পাঞ্জাব কিংসের হয়ে কাজ করেছেন জুলিয়ান রস উড।
বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন উড। বলেছেন, ‘আমি একদমই উচ্ছ্বসিত। আমি ভেবেছিলাম এটা আরও আগেই আয়োজিত হবে। আমি দুবার বিপিএলে কাজ করেছি এবং তখন থেকেই এ বিষয়ে কথা হয়েছিল কিন্তু কিছুই চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত কাজটা শুরু হতে পেরে ভালো লাগছে।’
বাংলাদেশ এখন তাকে কেন ডাকল বলে মনে করছেন, এমন প্রশ্নে উড বলেছেন, ‘আমার মনে হয় খেলার বর্তমান পরিস্থিতি দেখলে বোঝা যায় যে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো বড় দলগুলো সাদা বলের ক্রিকেটে এগিয়ে যাচ্ছে। অন্যান্য দল কিছুটা পিছিয়ে পড়তে শুরু করেছে। এজন্যই মনে হয় তারা বুঝতে পেরেছে যে তাদের এ বিষয়ে কিছু করা দরকার।’