এক ম্যাচেই কেনের এত রেকর্ড!
৪ জুলাই ২০১৮ ১১:০০ | আপডেট: ৪ জুলাই ২০১৮ ১১:৩৩
স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপে কালকের ম্যাচের আগে তিন বার পেনাল্টি শুটআউটে গিয়েছিল ইংল্যান্ড, জেতা হয়নি কোনোবারই। কাল কলম্বিয়ার সঙ্গে ম্যাচে প্রথমবারের মতো জয় পেল টাইব্রেকারে, ইতিহাসও লিখল সেই সঙ্গে। শুধু এটাই না, কাল লেখা হয়েছে আরও বেশ কিছু ইতিহাসও।
-১৯৩৯ সালে টমি লটনের পর হ্যারি কেনই প্রথম, যিনি ইংল্যান্ডের হয়ে টানা ছয় ম্যাচে গোল করলেন
-১৯৯৪ সালে রিস্টো স্টইচকভের পর এই প্রথম কেনই এক বিশ্বকাপে তিনটি পেনাল্টি থেকে গোল করলেন
-বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে ছয় গোল পেয়েছেন কেন। প্রথম তিন ম্যাচে তাঁর চেয়ে বেশি গোল পেয়েছেন শুধু স্যান্ডর ককসিস (৯টি) , গার্ড মুলার ও গিলের্মো স্তাবিল (৭টি করে)
-কালকের ম্যাচে নয়বার ফাউল করা হয়েছে কেনকে। ইংল্যান্ডের কাউকে এক ম্যাচে সবচেয়ে বেশি ফাউল করার রেকর্ড অ্যালান শিয়ারারের, ১৯৯৮ সালে তিউনিসিয়ার ম্যাচে তাঁকে ১১ বার ফাউল করা হয়েছিল
-সাউথগেটের অধীনে ১০ টি ম্যাচে ১৪ গোল করেছেন কেন। যে ৮ ম্যাচে অধিনায়ক ছিলেন, গোল করেছেন তাঁর সবকটিতেই
– এই বিশ্বকাপে যে কয়টি শট টার্গেটে ছিল, সেই ছয়টি থেকেই গোল পেয়েছেন কেন
সারাবাংলা/ এএম