Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়ার্টারে কে, কার বিপক্ষে, কখন খেলবে


৪ জুলাই ২০১৮ ১১:৫১

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে শেষ আট নিশ্চিত হয়েছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স, উরুগুয়ে, ব্রাজিল, বেলজিয়াম, রাশিয়া, ক্রোয়েশিয়া, সুইডেন এবং ইংল্যান্ড।

দেখে নিন কোয়ার্টার ফাইনালের সূচি:
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আর পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে উরুগুয়ে। আগামী ৬ জুলাই নিঝনি নভগোরদে মুখোমুখি হবে ফ্রান্স-উরুগুয়ে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে, স্বাগতিক রাশিয়া টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় উতরে গেছে। ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছিল রাশিয়া-স্পেন ম্যাচটি। পরে অতিরিক্ত সময়েও গোল পায়নি আয়োজক দেশটি কিংবা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় রাশিয়ানরা। অপরদিকে, ক্রোয়েশিয়া-ডেনমার্কের মধ্যকার শেষ ষোলোর ম্যাচে ১-১ সমতার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কেউ গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় ক্রোয়েটরা। আগামী ৭ জুলাই কোয়ার্টার ফাইনালের ম্যাচে সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-রাশিয়া

শেষ ষোলোর ভিন্ন দুটি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল এবং বেলজিয়াম। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর জাপানের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ মিনিটের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় র‌্যাংকিংয়ের তিন নম্বর দল বেলজিয়াম। আগামী ৬ জুলাই কাজানে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে র‌্যাংকিংয়ের দুই নম্বর দল ব্রাজিল আর তিন নম্বর দল বেলজিয়াম

বিজ্ঞাপন

শেষ ষোলোর সবশেষ দুই ম্যাচে জয় পেয়েছে সুইডেন এবং ইংল্যান্ড। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কাটে সুইডিশরা। আর নির্ধারিত সময়ের পর ১-১ গোলে সমতা থাকলে ইংল্যান্ড-কলম্বিয়ার ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় ইংলিশরা। আগামী ৭ জুলাই সামারায় বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং সুইডেন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

ভারতের ভিসা পেলেন না পরীমণি
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬

আরো

সম্পর্কিত খবর