Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেফারি ইংল্যান্ডকে সাহায্য করেছেন: ফ্যালকাও


৪ জুলাই ২০১৮ ১২:৪৭ | আপডেট: ৪ জুলাই ২০১৮ ১৫:৫৬

স্পোর্টস ডেস্ক।।

পুরো ম্যাচে সারাক্ষণই ব্যস্ত থাকতে হয়েছে আমেরিকান রেফারি মার্ক গেইগারকে। কলম্বিয়া-ইংল্যান্ডের ম্যাচে মোট আট বার হলুদ কার্ড দেখিয়েছেন, এর মধ্যে ছয়বারই কলম্বিয়া খেলোয়াড়দের। পুরো ম্যাচে ৩৬ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন, ২৩ বারই কলম্বিয়ার খেলোয়াড়দের বিপক্ষে। তার চেয়েও বড় কথা, হ্যারি কেনকে ফাউল করার জন্য ইংল্যান্ডের পক্ষে বাজিয়েছেন পেনাল্টির বাঁশি।

এসব নিয়েই বেশ খেপেছেন কলম্বিয়ার স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। ম্যাচ শেষে আমেরিকার এই রেফারির বিরুদ্ধে পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ তুলেছেন।

স্পার্টাক মস্কোতে কাল বার বারই ছড়িয়েছে উত্তেজনা। বিশেষ করে ইংল্যান্ডকে দেওয়া পেনাল্টির বিরুদ্ধে অনেক বার প্রতিবাদ করেছিলেন ফ্যালকাওরা। লাভ হয়নি। ম্যাচ শেষে তাই ফ্যালকাও ফেটে পড়েছেন ক্ষোভে, ‘আমি খুবই অবাক হয়েছি এমন একটা ম্যাচে কেন ওরা একজন আমেরিকান রেফারিকে নিয়োগ দিল। সত্যি কথা বলতে পুরো প্রক্রিয়াতেই অনেক বেশি সন্দেহ আছে। এই রেফারি শুধু ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু পক্ষপাত এখানে হবেই। কিছু কিছু সময় তিনি আমাদের নিজেদের অর্ধের দিকে ঠেলে দিচ্ছিলেন, এই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার।’

ম্যাচটা কলম্বিয়া টাইব্রেকারে গিয়ে হেরে গেলেও গোলে তাদের শট ইংল্যান্ডের চেয়ে বেশি ছিল। ফ্যালকাও বলেছেন, ফাউলের অনেক সিদ্ধান্ত ইংল্যান্ডের পক্ষে গেছে, ‘রেফারি আমাদের খেলায় অনেক বিঘ্ন ঘটিয়েছেন, বিশেষ করে ফিফটি-ফিফটি চ্যালেঞ্জে তার সিদ্ধান্ত সব সময় ইংল্যান্ডের পক্ষে গেছে। এই পরিস্থিতিটা আমাদের পক্ষে যায়নি। দুই পক্ষের জন্য সবকিছু একই ছিল না। দ্বিধা থাকলে তার সিদ্ধান্ত ইংল্যান্ডের পক্ষে গেছে। নকআউটে এসে এরকম কিছু দেখা সত্যিই লজ্জার ব্যাপার।’

বিজ্ঞাপন

এই গেইগারকে কিছুদিন আগেও সমালোচিত হতে হয়েছিল। পর্তুগাল-মরক্কোর ম্যাচের পর মরক্কোর একজন খেলোয়াড় দাবি করেছিলেন, ম্যাচ শেষে রোনালদোর কাছ থেকে জার্সি চেয়েছিলেন গেইগার। যদিও ফিফা তা অস্বীকার করেছে পুরোপুরি।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

ভারতের ভিসা পেলেন না পরীমণি
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬

আরো

সম্পর্কিত খবর