Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনিয়েস্তার বিদায়ী চিঠি


৪ জুলাই ২০১৮ ১৫:০১

।। স্পোর্টস ডেস্ক।।

আভাস দিয়েছিলেন আগেই। ফল যা-ই হোক না কেন, এবারের বিশ্বকাপ হবে স্পেনের জার্সি গায়ে তার শেষ আসর। স্পেন দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পরেই সেই ঘোষণা দেন আন্দ্রেস ইনিয়েস্তা। স্পেনের জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিয়েস্তা একটি চিঠিও লিখেছেন তার ক্লাব সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে।

রাশিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শুরু থেকে নামার সুযোগ পাননি ইনিয়েস্তা। বদলি হিসেবে নেমে অবশ্য তেমন কিছু করতে পারেননি। টাইব্রেকারে গোল করতে পেরেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দলের পরাজয় দেখতে হয়েছে। চোখের জলেই শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন স্প্যানিশ ফুটবলের ‘ডন’।

বিদায় নেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে বলেছেন, ‘জাতীয় দলের হয়ে হারটা ক্যারিয়ারের সবচেয়ে কঠিন। তবে সবার স্বপ্ন তো আর পূরণ হয় না, এটা মেনে নিয়েই আমাকে বিদায় নিতে হচ্ছে। স্পেনের জন্য আমার অনেক অনেক শুভকামনা।‘

কিছুদিন আগে ছেড়েছেন দীর্ঘদিনের দল বার্সেলোনা। এবার ছাড়লেন জাতীয় দল। জাতীয় দলের হয়ে ইনিয়েস্তা পেয়েছেন সম্ভাব্য সবকিছুই। সবচেয়ে স্মরণীয় মুহূর্তটা এসেছিল ২০১০ সালে, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। ফাইনালে নেদারল্যান্ডের সঙ্গে ১১৭ মিনিটে গোল করে স্পেনকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ। এর আগে পরে দুবার ইউরো জিতেছেন লা রোজাদের হয়ে, কিন্তু এবার না পাওয়ার আক্ষেপ নিয়েই ছাড়তে হয়েছে ফুটবলের সবুজ মাঠ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিয়েস্তা লিখেছেন, ১৪ বছর আগে আমি জাতীয় দলের এই জার্সি গায়ে চাপিয়েছিলাম। তখন আমার বয়স ছিল ১৫ বছর। সেই দিনটি আমি কোনোদিন ভুলবো না। নিজের দেশের রংকে ধারণ করা আমার জীবনের একটা স্বপ্ন ছিল। এটা আসলেই বিশেষ কিছু। এটা শুধু স্বপ্নপূরণ নয়, এটা অনেক বড় একটা দায়িত্ব। জাতীয় দলের ক্যারিয়ারে আমি সব সময় সচেতন থেকেছি, দেশের হয়ে আমার সেরাটা দিয়েছি। যেটা আমাকে আরও বেশি গর্বিত করেছে।

বিজ্ঞাপন

৩৪ বছর বয়সী ইনিয়েস্তা তার বিদায়ী চিঠিতে আরও লিখেছেন, যারা স্প্যানিশ ফুটবলের জন্য অনেক কিছু করতে পেরেছে, একটা প্রজন্মকে এগিয়ে নিয়েছে বিশেষ কিছু দিয়ে, আমি সেইসব ভাগ্যবানদের একজন ভেবে ভালো লাগছে। আমরা দেশের হয়ে অনেক সফলতা পেয়েছি। আমরা যখন তরুণ ছিলাম আমাদের অনেক কিছু পেয়ে যাওয়ার স্বপ্ন ছিল। কিন্তু আমাদের অনেক হতাশার পর আমরা অনেক সফলতা পেয়েছি। অনেক কঠিন সময় পার করতে হয়েছে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনিয়েস্তা আরও লিখেছেন, সবাইকে ধন্যবাদ যারা আমাকে একজন ভালো সতীর্থ ও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছেন। এটা আমার জন্যে গর্বের যে, আমি এতটা বছর সবার সঙ্গে থাকতে পেরেছি। এখনই সঠিক সময়, সঠিক পদক্ষেপ নেওয়ার। অবসরের সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। গত কয়েক মাস থেকেই আমি এটা নিয়ে ভেবেছি। ভবিষ্যতে দেশের ফুটবলের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কারণ, দারুণ একটি দল গড়ে উঠছে, সঙ্গে ভক্ত-সমর্থকরা। আমি স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাই, দলের সকল কোচ এবং ভক্তদের ধন্যবাদ জানাই, যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন। যারা আমাকে বিশ্বাস করেছেন, যারা আমার প্রতি আস্থা রেখেছিলেন, যারা লা রোজার সঙ্গে ছিলেন তাদেরও ধন্যবাদ জানাই। সবশেষে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার পরিবারকে, যারা নি:স্বার্থভাবে সব সময়ই আমার পাশে ছিল।

২০০৬ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক এই লিজেন্ডের। জাতীয় দলের জার্সিতে ইনিয়েস্তা খেলেছেন ১৩১ ম্যাচ, গোল করেছেন ১৩টি। যেখানে ক্লাব ক্যারিয়ারে বার্সার জার্সিতে খেলেছেন ৭২৮ ম্যাচ, গোল করেছেন ৬২টি। দেশের হয়ে ২০১০ বিশ্বকাপ ছাড়াও জিতেছেন ২০০৮ এবং ২০১২ ইউরো চ্যাম্পিয়ন। বিদায়ের প্রাক্কালে ইনিয়েস্তাকে স্পেনের ‘ইতিহাসের সর্বকালের সেরাদের একজন’ বলে আখ্যায়িত করেছেন দেশটির কোচ ফার্নান্দো হিয়েরো।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর