Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ দেশ আর্জেন্টিনার দায়িত্ব নিতে চান পেরুর কোচ


৪ জুলাই ২০১৮ ১৫:৪৫ | আপডেট: ৪ জুলাই ২০১৮ ১৬:০৯

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে আর্জেন্টিনার বিদায়ের আগে ও পরে কোচ জর্জ সাম্পাওলির দায়িত্ব, ম্যাচ পরিকল্পনা সাজানোর অদক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। এমনকি জাতীয় দলের খেলোয়াড়রাও তাকে বরখাস্ত করতে দেশটির ফুটবল ফেডারেশনকে অনুরোধ জানিয়েছিল। বিদায়ের পর আর্জেন্টিনার এই কোচকে এখনও বরখাস্ত করা হয়নি। এরই মধ্যে জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন দিয়েগো ম্যারাডোনা।

বিজ্ঞাপন

এবার আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড পেরু জাতীয় দলের কোচ রিকার্ডো গারেকা এবং আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার রিভারপ্লেটের কোচ মার্সেলো গালার্দো। গারেকার কোচিংয়ে এবার রাশিয়া বিশ্বকাপে পেরু খেলেছে ফ্রান্স, অস্ট্রেলিয়া আর ডেনমার্কের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে গারেকার শিষ্যরা ১-০ গোলে ডেনমার্কের বিপক্ষে হেরে যায়। পরের ম্যাচে একই ব্যবধানে হারে ফ্রান্সের বিপক্ষে। আর নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতে গারেকার ছাত্ররা।

এক সংবাদ সম্মেলনে গারেকা জানান, আমি আপাতত কোচ হিসেবে ফ্রি আছি। পেরু যদি আমাকে ধরে রাখতে চায় তাহলে সেটা আমি ভেবে দেখবো। তবে, আমার নিজ দেশ আর্জেন্টিনা আমাকে নিয়ে আগ্রহ দেখালে সেটা হবে আমার জন্য বড় সুযোগ। আমি সেই সুযোগ নিতে চাই।

গারেকার পাশাপাশি গালার্দোকে নিয়েও আগ্রহ আছে আর্জেন্টিনার গণমাধ্যমগুলোর। ইতোমধ্যেই তারা প্রতিবেদন প্রকাশ করেছে, সাম্পাওলিকে ছেড়ে দিতে চাইছে দেশটির ফুটবল ফেডারেশনের অধিকাংশ কর্তা। ২০২২ সালে কাতার বিশ্বকাপের জন্য নতুন এক আর্জেন্টিনাকে চাইছে ফেডারেশন। তাতে, দীর্ঘমেয়াদী কোনো কোচ রাখতে চায় মেসি-আগুয়েরো-হিগুয়েন-দিবালাদের দেশটি। সেক্ষেত্রে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন গালার্দো।

বিজ্ঞাপন

তবে, সাম্পাওলিকে বরখাস্ত করাও সহজ নয় আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের। ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তি আছে তার। তার আগে সাম্পাওলিকে বরখাস্ত করলে ফেডারেশনটিকে গুনতে হবে ২০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের যে আর্থিক দুরবস্থা, তাতে এ মুহূর্তে ২০ মিলিয়ন ডলার দেওয়ার সাধ্য নেই তাদের। তাই সাম্পাওলি টিকে যেতে পারেন পরের বছর ব্রাজিলে হতে যায় কোপা আমেরিকার আসর পর্যন্ত।

সারাবাংলা/এমআরপি

** ফ্রি’তে আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা

বিজ্ঞাপন

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর