Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় জয়ে এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৫ ২২:০৮

দুর্দান্ত ফর্মে থাকা সাগরিকা গোল করলেন দুই অর্ধেই। মাঝে বাংলাদেশের হয়ে গোল করেছেন মুনকি আক্তারও। এই দুজনের লক্ষ্যভেদে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বের সূচনাটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের।

বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। আগামী শুক্রবার বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের মুখোমুখি হবে বাংলাদেশ। রোববার বাছাই পর্বের শেষ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া।

বুধবার (৬ আগস্ট) ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে  ‘এইচ’ গ্রুপের ম্য্যাচে লওসকে সেভাবে প্রভাব দেখাতেই দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিল বাংলাদেশ। অবশ্য গোল মিলছিল না।

বিজ্ঞাপন

ম্যাচের ৩৬ মিনিটে অবশেষে গোলে আকাঙ্খা মিটে। শান্তি মার্ডির কর্নারে হেড করে বল জালে জড়িয়ে দেন বাংলাদেশের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মোছাম্মৎ সাগরিকা। প্রথমার্ধে আর গোল হয়নি।

দ্বিতীয়ার্ধেও দাপটে খেলেছে বাংলাদেশ। ৫৮ মিনিটে ব্যবধান ২-০ করেন মুনকি আক্তার। লাওসের এক খেলোয়াড়ের ভুলে হঠাৎ বল পেয়ে যাওয়া মুনকি গোলরক্ষককে একা পেয়ে যান। ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দিয়েছেন তিনি। ৮৭ মিনিটে ব্যবধান কমিয়েছে লাওস।

ডি-বক্সের বাহিরে থেকে দারুণ একটা শটে গোল করেন লওসের আন্না কেও ওনসি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের উল্লাস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও গোল করেন সাগরিকা। ফরোয়ার্ড তৃঞ্চার পাস ধরে দারুণ এক শটে গোল আদায় করে নেন ফর্মে থাকা সাগরিকা। ব্যবধান ৩-১ হয়ে পরে। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

আরো