Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১৭:৪৬ | আপডেট: ৭ আগস্ট ২০২৫ ১৮:৫৩

গত মার্চ মাসে দেশের ক্রিকেটাঙ্গনকে স্তব্ধ করে দিয়েছিল তামিম ইকবালের হার্ট অ্যাটাকের সংবাদ। তামিম আর কখনোই ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তেমন কথা উঠেছিল। কয়েক মাস পর তামিমের ক্রিকেটে ফেরার ঘোষণা এলো। আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম।

আগামী সেপ্টেম্বর মাসে এবারের এনসিএল হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন তামিম। বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তামিমের সঙ্গে বাংলাদেশের অপর দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহও এনসিএল খেলবেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আকরাম খান বলেন, ‘তামিমের সাথে কথা হয়েছে, তামিমও খেলবে।’ মুশফিক-মাহমুদউল্লাহ বিষয়ে আকরাম খান বলেন, ‘মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ সম্পর্কে আমাকে কিছু বলেনি মানে নির্বাচকদের বলেনি। কিন্তু খুব সম্ভবত ও খেলবে, খেলা উচিত।’

বিজ্ঞাপন

তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। কিন্তু ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন। গত মার্চে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পরেন তামিম। পরে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিমের। জীবন মরণের সন্ধিক্ষণে পৌঁছেছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটার।

সারাবাংলা/এসএইচএস