Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুতিনহোর দিকে তাকিয়ে রবার্তো কার্লোস


৪ জুলাই ২০১৮ ১৯:১৩

।। স্পোর্টস ডেস্ক ।।

চলমান বিশ্বকাপে নেইমার নন, ব্রাজিলের বড় তারকা ফিলিপ কুতিনহো-এমনটি মনে করেন দেশটির লিজেন্ড রবার্তো কার্লোস। হেক্সা শিরোপা জয়ের মিশনে রয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। আর হেক্সা জয়ের অন্যতম নায়ক হতে যাচ্ছেন কুতিনহো, এমনটিও জানান ফ্রি-কিক মাস্টার কার্লোস।

এখন পর্যন্ত দুটি করে গোল করেছেন নেইমার এবং কুতিনহো। বিশ্বকাপের এই আসরে চার ম্যাচ করে খেলেছেন দুজনই, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন একটি করে। বাছাইপর্বে ১৩ ম্যাচ খেলে কুতিনহো করেন চার গোল আর ২০১৬ কোপা আমেরিকার আসরে ৩ ম্যাচে করেন তিন গোল। এদিকে, নেইমার বাছাইপর্বের ১৪ ম্যাচ খেলে গোল করেছেন ৬টি আর ২০১৫ কোপা আমেরিকায় দুই ম্যাচ খেলে গোল করেছেন একটি।

কোস্টারিকার বিপক্ষে নেইমার-কুতিনহো দুজনই একটি করে গোল করেছেন। বার্সা তারকা কুতিনহোকে নিয়ে কার্লোস জানান, আমি তার খেলা খুব মনোযোগ দিয়েই দেখছি। তার খেলা দেখতে সত্যিই ভালো লাগে। বল পায়ে কুতিনহো এক মেধাবী খেলোয়াড়, তেমনি দারুণ চালাক এক ফুটবলার। নিজের পজিশন সে বেশ ভালোই বোঝে। অনেকেই নেইমারের কথা বলছেন, কিন্তু কুতিনহো প্রমাণ করেছে ব্রাজিলের সেরা তারকা সে।

কার্লোস আরও জানান, ব্রাজিল কোচ তিতে বার্সার কুতিনহোকে চেয়েছিল। তিনি তার পুরোটুকুই বের করে আনতে সক্ষম হয়েছেন। সেন্ট্রাল পজিশনে তিতে যেভাবে কুতিনহোকে চেয়েছেন, সেভাবেই পাচ্ছেন। যখন প্রতিপক্ষের খেলোয়াড়রা নেইমারের দিকে ফোকাস রাখছে, তখন কুতিনহো সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে পারছে। ব্রাজিলের জন্য ম্যাচ বের করে আনতে কুতিনহোর জুড়ি নেই। ষষ্ঠ শিরোপা জিততে আমাদের তার দিকে তাকিয়ে থাকতে হবে।

বিজ্ঞাপন

এর আগে ব্রাজিলের সাবেক অধিনায়ক কাকা বলেছিলেন, নেইমার নয়, এই বিশ্বকাপটি হতে যাচ্ছে কুতিনহোর। সে যেভাবে খেলছে তাতে আমি তাকেই এগিয়ে রাখবো। কুতিনহো বিশ্বকাপে ব্রাজিলকে এগিয়ে নিতে নিজের সেরাটা বিলিয়ে দিচ্ছে। আমি বলবো কুতিনহো এবার বিশ্বকাপে ব্রাজিলের সেরা পারফরমার। সে হয়তো আমাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দিতে যাচ্ছে। ম্যাচের নির্ণায়ক হিসেবেও তাকে দেখা হচ্ছে। আপাতত নেইমার নয়, কুতিনহোকে এই বিশ্বকাপ শিরোপা জয়ের নায়ক হিসেবে মেনে নিচ্ছি।

এদিকে, কুতিনহোর দারুণ গতিকে প্রশংসায় ভাসিয়েছেন তার বার্সা এবং জাতীয় দল সতীর্থ পাওলিনহো। তিনি বলেছিলেন, ফুটবলের বিস্ময় কুতিনহো।

সারাবাংলা/এমআরপি

** ‘নেইমার নয়, ব্রাজিলের নায়ক হতে যাচ্ছে কুতিনহো’

বিজ্ঞাপন

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর