গত মাসে শ্রীলংকার বিপক্ষে একটা ওয়ানডে জিতে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি হয়ে নয় নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। সেই জায়গাটা এবার খোয়াতে হলো। আইসিসির সর্বশেষ র্যাংকিং হালনাগাদে আবারও দশ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।
গতকাল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে বাংলাদেশকে পেছনে ফেলে র্যাংকিংয়ের নয় নম্বর জায়গা দখল করেছেন ক্যারিবিয়ানরা। আর বাংলাদেশ নেমে গেছে দশ নম্বরে।
১০ আগস্ট পর্যন্ত আইসিসির র্যাংকিং হালনাগাদে উঠে এসেছে এমন চিত্র। ২০০৬ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত আইসিসি র্যাংকিংয়ের এক অঙ্কের ঘরে ছিল বাংলাদেশ। মে মাসে নেমে যায় দশ নম্বরে। এরপর নয়ে উঠলেও আবারও নেমে যেতে হলো দশে।
আগামী বিশ্বকাপ খেলতে র্যাংকিংয়ের উপরের দিকে থাকা আবশ্য। আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চে র্যাংকিংয়ের সেরা আটে থাকতে হবে। তবে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এই হিসেব থেকে বাদ যাবে। আয়োজক হিসেবে তাদের বিশ্বকাপ খেলা নিশ্চিত।
আগামী বিশ্বকাপে অংশ নিবে মোট ১২টি দল। যার আটটি নির্ধারণ হবে র্যাংকিংয়ের ভিত্তিতে। অপর চার দল আসবে বাছাই পর্ব পেরিয়ে।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে সবার ওপরে ভারত। ভারতীয়দের রেটিং পয়েন্ট ১২৮। দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১০৯।
বাংলাদেশের পয়েন্ট ৭৭। বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৮।