ব্রাজিল-ইংল্যান্ডের ফাইনাল দেখছি
৫ জুলাই ২০১৮ ০০:৫৪
জাহিদ হাসান এমিলি
বিশ্বকাপে এখন যে লাইন আপ দাঁড়ালো অর্থাৎ যে আটটি দল সেমি ফাইনালের লক্ষ্যে খেলবে সেখানে নির্দ্বিধায় দুই বিশ্ব চ্যাম্পিয়নকে বিদায় নিয়ে যেতে হবে। ব্রাজিল-উরুগুয়ে আর ফ্রান্স। ফাইনালের আগেই দুই দলকে চলে যেতে হবে। এমন একটা সমীকরণের সামনে দাঁড়িয়েছে বিশ্বকাপ। উরুগুয়ে-ফ্রান্স ম্যাচ থেকে একটি দল বাদ। আবার এদিকে কোয়ার্টারে ব্রাজিল জিতলে সেমিতে একটি দল বাদ।
এখানেই তিন চ্যাম্পিয়নের দুটি বাদ পড়ছে এটা নিশ্চিত। এদিকে বেলজিয়াম যদি সেমিতে চলে যায় আর ফ্রান্স-উরুগুয়ের একটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তাহলে তিন চ্যাম্পিয়নই বিদায় নেবে বিশ্বকাপ থেকে।
অন্যদিকে রাশিয়া-ক্রোয়েশিয়া আর ইংল্যান্ড-সুইডেন চার দলের মধ্যে আছে একবারের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড। এখান থেকেও বাদ পড়ে যেতে পারে বিশ্বকাপ জয়ীরা।
এখন আসি বিশ্লেষণে। আমি ব্রাজিল-ইংল্যান্ড ফাইনাল দেখতে পাচ্ছি। কেন এবং কিভাবে তার ব্যাখ্যা দিবো। বেলজিয়াম ও ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল থেকে আমি ব্রাজিলকে ভোট দিবো। কারণ জাপানের সাথে বেলজিয়াম যেভাবে খেলেছে তাতে মনে হয়েছে রক্ষণভাগে চিড় ধরাতে কষ্ট হবে ব্রাজিলের। ব্রাজিল দলের সবাই এখন ফর্মে আছে। যে কেউ দলকে এগিয়ে নিতে পারে। বিশেষ করে বিগ ফোর। নেইমার-কুতিনহো-উইলিয়ান আর ফিরমিনহো ফর্মের শীর্ষে আছে। তারাই ম্যাচ ঘুরিয়ে দেয়ার সামর্থ রাখে। অন্যদিকে হ্যাজার্ড-লুকাকু-ডি ব্রুইন-ফেলাইনিরা চেষ্টা করবে। তবে, ব্রাজিলের মতো ভারসাম্য দল তাদের কাছে খাবি খাবে না আশা করি।
এদিকে উরুগুয়ে ও ফ্রান্স ম্যাচ থেকে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। কেননা ফ্রান্সে ইঞ্জুরি সমস্যা নেই। অন্যদিকে টিম ওয়ার্ক হিসেবে ফ্রান্স এগিয়ে থাকবে খানিক। অন্যদিকে উরুগুয়ে শিবিরে ইঞ্জুরি সমস্যা প্রকট। সেরা স্ট্রাইকার এডিসন কাভানি ও লুইস সুয়ারেজ ইঞ্জুরিতে। কাভানির খেলা প্রায় অনিশ্চিত। সেদিক থেকে এগিয়ে থাকবে ফ্রান্স।
এদিকে সেমিতে পড়ছে ফ্রান্স ও ব্রাজিল। এই দুই দলই ভয়ঙ্কর ভারসাম্য দুটি দল। তবে, যে দলে কুতিনহো আর নেইমারের মতো গেম চেইঞ্জার আছে সে দলের পা পেছলানোটা কঠিন। আবার অভিজ্ঞতার ঝুলি ব্রাজিলের পক্ষে। আর তরুণ নির্ভর দল ফ্রান্স। যদিও এমবাপ্পে-পগবাদের মতো গতির ফুটবলার আছে তাদের। তবে, ম্যাচটা যে এক প্রকার ফাইনাল হবে সেটা নির্দ্বিধায় বলা যায়। এখানে ব্রাজিলকে এগিয়ে রাখবো।
ফিক্সচারের অপরপ্রান্তে রাশিয়ার সামনে ফর্মে থাকা ক্রোয়েশিয়া। মদ্রিচ-রাকিটিচ-পেরেছিচ-মানজুকিচরা অনেক পরীক্ষিত ও ফর্মেও আছে বলতে হবে। রাশিয়াকে হারিয়ে তারাই ভাগ বসাতে পারে সেমি ফাইনালে। অন্যদিকে ইংল্যান্ড যে ফারা কাটিয়েছে দ্বিতীয় পর্বে তাতে কোয়ার্টারে সুইডেনকে হারাতে কষ্ট হলেও শেষ ফলটা তাদের পক্ষেই থাকবে মনে হচ্ছে। এদিকে ক্রোয়েশিয়া আর ইংল্যান্ড সেমি ফাইনাল।
এই সেমি ফাইনালে আমার ভোটটি যাবে ইংল্যান্ডের পক্ষে। রাশফোর্ড-লিঙ্গার্ড আর হ্যারি কেইন যেভাবে খেলে যাচ্ছে তাতে ক্রোয়েশিয়া এই গতির কাছে নতি স্বীকার করতে পারে। ইংল্যান্ডের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তোলার লড়াই করে যাবে। ত্রি লায়ন্সের পক্ষেই ভোট যাবে আমার।
আর প্রতিক্ষীত ব্রাজিল-ইংল্যান্ড ফাইনাল দেখতে পারি আমরা। তবে, রাশিয়া বিশ্বকাপ যেভাবে চমক দিচ্ছে তাতে নতুন ইতিহাস হওয়াটাও চমক হবে না বৈকি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক