Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সের হয়ে সবার ওপরে দেশম


৫ জুলাই ২০১৮ ১১:৩৭ | আপডেট: ৫ জুলাই ২০১৮ ১১:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমে জয় তুলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। একই দিনে দলের কোচ দিদিয়ের দেশম লিখিয়েছেন নতুন গল্প। ফ্রান্সের হয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচে দায়িত্ব নেয়ার খেতাবটা এবার এসেছে তার কাঁধেই।

২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের পর থেকে ফরাসিদের কোচের দায়িত্ব নিয়ে সফলতার সঙ্গেই টিকে আছেন দেশম। যে কারণে ফ্রান্স ফুটবলে সভাপতি বলেই দিয়েছিলেন, ম্যাচ হারলেও ২০২০ সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী কোচের দায়িত্বে থাকবেন তিনি। এ পর্যন্ত ৯০ ম্যাচে ফ্রান্স দলের কোচের দায়িত্ব পালন করেছেন চেলসির সাবেক এই মিডিফিল্ডার।

বিজ্ঞাপন

এর আগে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি (৭৯) ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন রেমন্ড ডমিনিচ। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ফরাসিদের হয়ে দায়িত্বে ছিলেন ডমিনিচ। তার দায়িত্বে ২০০৬ সালের বিশ্বকাপ খেলেছিল ফরাসিরা।

এর আগে অবশ্য ১৯১৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে ১২৪ ম্যাচে দায়িত্ব নিয়েছিলেন গ্যাস্টন বার্হু। তবে সেই সময় আনঅফিসিয়াল ও অলিম্পিক গেমসের অন্তর্ভুক্তি থাকার কারণে সেই হিসেব ধরা হচ্ছেনা।

দেশম যেখানেই হাত রাখেন তাতেই সোনা ফলে, এটা অনেকটা ফুটবল প্রবাদের মতোই। ফরাসি দলের খেলোয়াড় হিসেবেও ক্যারিয়ারে অনেক অর্জন আছে তার। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অন্যতম খেলোয়াড় ছিলেন তিনি। ২০০০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জেতেন এই মিডফিল্ডার। জাতীয় দল, ক্লাব ফুটবলে খেলোয়াড় হিসেবে যেমন আলো ছড়িয়েছেন, কোচ হিসেবেও নিজের সেরা প্রমাণ করতেই ব্যস্ত তিনি।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর