Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গড়াগড়ি করে কতো সময় নষ্ট করলেন নেইমার?


৫ জুলাই ২০১৮ ১২:৪৯

।। স্পোর্টস ডেস্ক।।

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রশংসা কুড়িয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। দুর্দান্ত খেলে নিজে যেমন গোল করেছেন, তেমনি গোল সহায়তাও করেছেন তিনি। তবে ম্যাচে ফাউলের শিকার হয়ে মাঠে গড়াগড়ি খাওয়া নিয়ে সমালোচনা উঠেছে তাকে নিয়েই। মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর থেকে এ সমালোচনা উঠেছে তুঙ্গে।

আসরের শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। সেই ম্যাচে গোল পান নেইমার, তার ওপরেই অনেকটা ভর করেই ব্রাজিল উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। তবে ম্যাচে তার প্রশংসার পাশাপাশি তাকে নিয়ে গুঞ্জন উঠেছে, তিনি নাকি ‘অভিনয়’ করেছেন। মেক্সিকান কোচ জুয়ান কার্লোস ওসোরিও এই সমালোচনা থেকে মুক্তি দেননি ব্রাজিলিয়ান তারকাকে। তিনি নেইমারকে নিয়ে মন্তব্য করেছিলেন, পিএসজির এই খেলোয়াড়ের অভিনয় ফুটবলের জন্য ভালো উদাহরণ নয়।

রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি (২৩ বার) ফাউলের শিকার হয়েছেন নেইমার। যেখানে তার পরেই (১৫ বার) ফাউলের শিকার হয়েছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। চার ম্যাচে সবমিলিয়ে ১৩ মিনিট ৫০ সেকেন্ড মাঠে পড়ে ছিলেন নেইমার। যা প্রায় এক ম্যাচের ছয় ভাগের এক ভাগ। শুধুমাত্র মেক্সিকোর বিপক্ষে প্রায় সাড়ে পাঁচ মিনিট মাঠে পড়ে থেকে সময় নষ্ট করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

তবে বিশ্বকাপ আসরের আগে ইনজুরি কাটিয়েই ফিরতে হয়েছিল নেইমারকে। ২৬ বছর বয়সী এই তারকাকে অস্ত্রোপচারের কারণে তিন মাস থাকতে হয়েছে মাঠের বাইরে। তাই ফাউলের শিকার হয়ে মাঠে বারবার আহত হবার ‘অভিনয়’ করার সমালোচনা নিয়ে কথা বলেছিলেন ব্রাজিলিয়ান তারকা, ‘আমাকে ছোট করার জন্য এসব করা হচ্ছে। আমি এসবে পাত্তা দিচ্ছিনা। আমি খেলতে চাই এবং সতীর্থদের সহায়তা করতে চাই। আমি জয়ের জন্যই এখানে এসেছি এবং আমি আশা করি ভালো কিছুই হবে।’

বিজ্ঞাপন

৬ জুলাই (শুক্রবার) শেষ আটে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কাজানে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে নেইমারকে নিয়ে ছক কষছেন ব্রাজিল কোচ তিতে।

 

সারাবাংলা/এসএন

পড়ুন: ‘ব্যালন ডি’অর পেতে রিয়ালে যাওয়া উচিত নেইমারের’

বিজ্ঞাপন

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর