Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় নেই আর কোনো আর্জেন্টাইন


৫ জুলাই ২০১৮ ১৩:২২

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি কোচ ছিলেন আর্জেন্টাইন। লিওনেল মেসিদের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি। ফ্রান্সের কাছে শেষ ষোলোতে হেরে বিদায় নিতে হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনা ছাড়া আরও চার দেশের কোচ ছিলেন আর্জেন্টাইন।

মিসরের হেক্টর কুপার, পেরুর রিকার্ডো গারেকা, কলম্বিয়ার হোসে পেকারম্যান আর সৌদি আরবের হুয়ান আন্তোনিও পিজ্জি আর্জেন্টিনায় জন্ম নিয়েছিলেন। গ্রুপ পর্বে মিসর, পেরু আর সৌদি বিদায় নেয়।

শেষ ষোলোতে উঠেছিল সাম্পাওলির আর্জেন্টিনা আর পেকারম্যানের কলম্বিয়া। আর্জেন্টিনার পর শেষ ষোলোতে বিদায় নেয় কলম্বিয়া। টাইব্রেকারে ইংল্যান্ডের বিপক্ষে হারতে হয় পেকারম্যানের শিষ্যদের। ফলে, কোয়ার্টার ফাইনালের আগেই আর্জেন্টাইন কোচদের দৌড় শেষ হয়।

সারাবাংলা/এমআরপি

** নিজ দেশ আর্জেন্টিনার দায়িত্ব নিতে চান পেরুর কোচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর