Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্পাওলিকে ধুয়ে দিলেন হিগুয়েনের বাবা


৫ জুলাই ২০১৮ ১৩:৫২ | আপডেট: ৫ জুলাই ২০১৮ ১৩:৫৫

।। স্পোর্টস ডেস্ক ।।

ফ্রান্সের বিপক্ষে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। দিদিয়ের দেশমের দলের কাছে শেষ ষোলোর ম্যাচে ৪-৩ গোলের ব্যবধানে হেরেছিল আলবিসেলেস্তারা। আর তাতেই শুরু হয়েছে আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলিকে নিয়ে। ম্যাচ হারের পর কোচকে নিয়ে সমালোচনায় যোগ দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েনের বাবাও।

গ্রুপ পর্বেই দলের পরিকল্পনা নিয়ে সমালোচিত হয়েছেন সাম্পাওলি। তার পরিকল্পনা ও কৌশল নিয়ে হিগুয়েনের বাবা বলেছেন, ‘তাকে (সাম্পাওলি) দলের দায়িত্বে রাখার সঠিক কোনো কারণ দেখছি না। এটা বুঝতে কষ্ট হচ্ছে, তিনি কেন এমন একজন স্ট্রাইকারকে (হিগুয়েন) বসিয়ে রেখে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ সাজিয়েছেন।’

শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে রাখা হয়নি হিগুয়েন ও আগুয়েরোকে। তবে ম্যাচের ৬৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামানো হয় আগুয়েরোকে। দলের শুরুর একাদশে এই দুইজনকে ছাড়া পরিকল্পনা করার কারণেই তার ওপর চটেছেন হিগুয়েনের বাবা, ‘আপনি এমন দুইজন খেলোয়াড়কে নিয়ে সঠিক পরিকল্পনা করেন নি, যাদের (হিগুয়েন, আগুয়েরো) দু’জনের ক্যারিয়ারে সবমিলিয়ে ৬০০’র বেশি গোল আছে।’

খেলোয়াড় নির্বাচন ও কৌশল নির্ধারণে যে সাম্পাওলির ভুল ছিল, সেটাই বলে রাখলেন হিগুয়েনের বাবা, ‘দলের একাদশ নির্বাচনে দুই খেলোয়াড়কে (হিগুয়েন, আগুয়েরো) বাদ দিয়ে পরিকল্পনা সাজিয়েছেন তিনি। শুরু থেকেই ৯ নম্বরকে (হিগুয়েন) নিয়ে আর শেষদিকে এনজো পেরেজকে উঠিয়ে ভুল কাজটাই করছেন তিনি।’

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর