Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোয়ার্টারের মহারণের দায়িত্বে যারা


৫ জুলাই ২০১৮ ১৪:২১ | আপডেট: ৫ জুলাই ২০১৮ ১৫:২৯

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের শেষ আটে উঠেছে ফ্রান্স, উরুগুয়ে, ব্রাজিল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সুইডেন, ইংল্যান্ড এবং স্বাগতিক রাশিয়া। কোয়ার্টার ফাইনালের মহারণে চারটি ম্যাচ থেকে সেমি ফাইনালে উঠবে চারটি দেশ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই চার ম্যাচ পরিচালনার জন্য রেফারি নিয়োগ দিয়েছে। ইউরোপিয়ান আর আমেরিকান রেফারির হাতেই থাকছে কোয়ার্টার ফাইনালের দায়িত্ব।

নেস্তর পিতানা

শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে-ফ্রান্স। ৬ জুলাই নিঝনি গভগোরদের এই ম্যাচে পরিচালনার জন্য থাকছেন নেস্তর পিতানা। চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার এই রেফারি রাশিয়া-সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেছিলেন। সেই ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখেছিলেন খেলোয়াড়রা। গ্রুপ পর্বে সুইডেন-মেক্সিকোর ম্যাচে তিন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছিলেন পিতানা। আর শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়া-ডেনমার্কের ম্যাচ পরিচালনা করতে গিয়ে তিনি একবার হলুদ কার্ড ব্যবহার করেছেন।

মিরোলার্ড ম্যাজিক

ব্রাজিল-বেলজিয়ামের মধ্যকার আগামী ৬ জুলাইয়ের অপর ম্যাচে দায়িত্ব পালন করবেন সার্বিয়ার রেফারি মিরোলার্ড ম্যাজিক। গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের রেফারি ছিলেন তিনি। এই বিশ্বকাপে গ্রুপ পর্বে কলম্বিয়া-সেনেগালের ম্যাচ ছাড়াও মিরোলার্ড দক্ষিণ কোরিয়া আর মেক্সিকোর মধ্যকার ম্যাচ পরিচালনা করেছিলেন।

সান্দ্রো রিসি

ব্রাজিলিয়ান রেফারি সান্দ্রো রিসি ৭ জুলাই থাকবেন শেষ আটের ক্রোয়েশিয়া বনাম স্বাগতিক রাশিয়া ম্যাচের দায়িত্বে। এর আগেও রিসি ছিলেন ক্রোয়েশিয়া ম্যাচের দায়িত্বে। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া-নাইজেরিয়ার ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

বোজর্ন কুইপারস

৭ জুলাই আরেক কোয়ার্টার ফাইনালে লড়বে ইংল্যান্ড-সুইডেন। সামারায় সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন নেদারল্যান্ডসের রেফারি বোজর্ন কুইপারস। তিনি এর আগে ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ডের একটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। সে ম্যাচে ২-১ গোলে ইতালির বিপক্ষে হেরেছিল ইংলিশরা। কুইপারসকে এবার সমালোচনা শুনতে হয়েছে। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি লাভ করেছিল ব্রাজিল। পরে কোস্টারিকার অনুরোধে ভিডিও রিভিউ দেখেন কুইপারস, নেইমারের অভিনয়ের কারণে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন তিনি। পরের মিনিটেই নেইমার এবং কুতিনহোকে হলুদ কার্ড দেখান কুইপারস।

শেষ ষোলোতে স্পেন-রাশিয়া ম্যাচ নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে। স্পট কিক আর গোলরক্ষকদের প্রতারণা চোখে পড়েনি কুইপারসের। এছাড়া ৪৫ বছর বয়সী কুইপারস মিশর-উরুগুয়ে ম্যাচের দায়িত্ব পালন করেছিলেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর