Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমবাপে-গ্রিজম্যানকে আটকানোর কৌশল জানে উরুগুয়ে’


৫ জুলাই ২০১৮ ১৬:২৫

।। স্পোর্টস ডেস্ক ।।

শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। কোয়ার্টার ফাইনালের মহারণে রাশিয়ার নিঝনি গভগোরদে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে দুই দল। ফ্রান্সের দলে আছেন কাইলিয়ান এমবাপে, ওসমান দেম্বেলে, অ্যান্তোনিও গ্রিজম্যান, পল পগবা, অলিভের জিরুদের মতো বিশ্ব সেরা তারকারা। আর উরুগুয়ের স্কোয়াডে রয়েছে এডিনসন কাভানি, লুইস সুয়ারেজের মতো বিশ্ব সেরা ফুটবলাররা।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত খেলেছেন এমবাপে। পিএসজির এই তারকা সে ম্যাচে করেছেন জোড়া গোল। ৪-৩ গোলে জয় পায় ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করেছিলেন অ্যান্তোনিও গ্রিজম্যান। আর বাকি গোলটি করেন বেঞ্জামিন পাভার্ড।

বার্সার তারকা সুয়ারেজ এই ম্যাচের আগে ১৯ বছর বয়সী এমবাপেকে নিয়ে ভীত নন। তিনি জানালেন, উরুগুয়ে বেশ ভালোভাবেই এমবাপেকে নিয়ন্ত্রণ করতে পারবে। সকলেই জানেন সে দারুণ এক ফুটবলার। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের দুর্দান্ত এক ডিফেন্স আছে যারা এমবাপেকে আটকানোর কৌশল জানে।

শুধু এমবাপেই নন, ফরাসি তারকা গ্রিজম্যানকে নিয়েও ভাবছেন উরুগুয়ের তারকা সুয়ারেজ। তবে, অ্যাতলেতিকো মাদ্রিদের গ্রিজম্যানকেও আটকে রাখার কৌশল জানা আছে উরুগুইয়ানদের-এমনটি বিশ্বাস সুয়ারেজের।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর