নেইমারকে নিয়ে সমালোচনার মানে নেই: রোনালদো
৫ জুলাই ২০১৮ ১৬:৩৯
স্পোর্টস ডেস্ক।।
যতই টুর্নামেন্ট গড়াচ্ছে, নেইমার যেন নিজেকে ধীরে ধীরে ফিরে পাচ্ছেন। মেক্সিকোর সঙ্গে জয়ে একটি গোল করার পাশাপাশি করিয়েছেন একটি। কিন্তু অতি অভিনয়ের জন্য তাঁকে নিয়ে সমালোচনাও হচ্ছে প্রচুর। এসব নিয়েই খানিকটা বিরক্ত নেইমারের ব্রাজিলিয়ান পূর্বসূরি রোনালদো। দ্য ফেনোমেনন মনে করছেন, নেইমারকে নিয়ে এত সমালোচনার কোনো মানে নেই।
গ্রুপ পর্ব থেকে প্রতি ম্যাচেই প্রশ্ন উঠছে, নেইমার কি ইচ্ছে করে পড়ে যাচ্ছে? বিশেষ করে ব্রিটিশ প্রচারমাধ্যম এ নিয়ে তুমুল শোরগোল করছে। মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসারিও বলছেন, নেইমার একটু বেশি অতি অভিনয় করছেন। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফাউলও করা হচ্ছে নেইমারকে। কিন্তু ব্রাজিলের সর্বকালের সেরাদের অন্যতম রোনালদো মনে করছেন, নেইমারকে নিয়ে এত সমালোচনা অর্থহীন।
‘ফুটবলকে একেকজন আসলে একেকভাবে দেখে। নেইমারকে ছিঁচকাদুন বলে যে প্রচারণা চলছে এসবের আমি বিরুদ্ধে। সে খুবই বুদ্ধিমান একজন খেলোয়াড়, সে জানে কীভাবে নিজেকে ট্যাকল থেকে রক্ষা করতে হয়। আমার মনে হয় না রেফারিরা নেইমারকে খুব একটা সুরক্ষা দিচ্ছে।’
বার বার এই ধরনের সমালোচনায় খানিকটা বিরক্ত রোনালদো, ‘মানুষ যখন বার বার এসব নিয়ে বলতে হবে আমার কাছে এটা ঠিক মনে হয় না। সমালোচনার আসলে কোনো মানে নেই। টিভি শো ও সংবাদমাধ্যম তাদের পাতা ভরানোর জন্য এসব করে।’
ব্রাজিলিয়ানরাও নেইমারকে নিয়ে এমন সমালোচনায় খেপেছেন। একজন টুইটারে প্রশ্ন করেছেন, ইংলিশ খেলোয়াড়েরা (কলম্বিয়ার সঙ্গে ম্যাচে হ্যারি ম্যাগুইরে) যেভাবে পড়ে গেছে সেটা নিয়ে কিছু বলা হচ্ছে না কেন?
সারাবাংলা/ এএম