বাংলাদেশ ক্রিকেটে ম্যাচ ফিক্সিং ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড খবরের শিরোনাম হয়েছে বহুবার। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের কথা শোনা গেছে অনেকবার। সর্বশেষ বিপিএলেও ম্যাচ পাতানো নিয়ে খবর বেরিয়েছে। এদিকে, দেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটে নতুন একজন যুক্ত হয়েছেন।
আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে সম্প্রতি নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে অ্যালেক্স মার্শাল।
ঘন ঘন দুর্নীতির অভিযোগ উঠাতে অ্যান্টি করাপশন ইউনিটকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। অ্যালেক্স মার্শাল সেই কাজটিই করবেন। আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা বিসিবিতে কাজে লাগাবেন মার্শাল।
বাংলাদেশে এসে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকসুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে ওয়ার্কশপ করবেন মার্শাল। ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে কিভাবে দুর্দীতি থেকে দূরে রাখা যায় তার একটা রূপরেখা তৈরি করতে কাজ করবেন অ্যালেক্স মার্শাল।
মার্শালের নিয়োগ বিষয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছিলেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত। স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।’
মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন যাবত কাজ করেছেন। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটে জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দেন। আইসিসিতে দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি।