আসন্ন এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারত। এশিয়া কাপের জন্য ভারতীয় দলে চমকে ভড়া। বেশ কয়েকজন তারকার ক্রিকেটারের জায়গায় হয়নি দলে।
চোট কাটিয়ে ফেরা সূর্যকুমরা যাদব ফিটনেস টেস্টে উৎরে না গেলেও তাকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে এশিয়া কাপে যাদবের কাঁধেই থাকছে নেতৃত্ব। শুভমান গিল স্কোয়াডে থাকবেন কিনা তা নিয়ে আলোচনা হয়েছে অনেক। তবে সহ-অধিনায়ক হিসেবেই চূড়ান্ত স্কোয়াডে থাকছেন দুর্দান্ত ফর্মে থাকা গিল।
ইনজুরির কারণে দলে থাকা নিয়ে অনেক শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ভারতের এশিয়া কাপ দলে জায়গা হয়েছে জাসপ্রিত বুমরাহর। শঙ্কা কাটিয়ে রিংকু সিংও ফিরেছেন দলে।
এদিকে, দলে নেই যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারের মতো তারকার নাম। তরুণ বৈভব সূর্যবংশীকে কেউ কেউ মনে করছিলেন এশিয়া কাপে ভারতের ট্রামকার্ড। কিন্তু তরুণ টপ অর্ডার ব্যাটার জায়গাই পায়নি স্কোয়াডে। দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সিরাজও নেই ভারতীয় দলে। ইনজুরির কারণে দলে নেই ঋষভ পন্ত ও মোহাম্মদ সিরাজ। বাদ পরেছেন রিয়ান পরাগও।
অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসন আছেন দলে। তার সঙ্গে অপর উইকেটরক্ষক জিতেশ শর্মা। টপ অর্ডারে শুভমান গিলের সঙ্গে অভিষেক শর্মা, তিলক ভার্মা। মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের সঙ্গে আছেন শিভব দুবে। দলে দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। পেস বোলিং ডিপার্টমেন্টে বুমরাহর সঙ্গে আছেন আর্শদীপ সিং ও হার্ষিত রানা। দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।
উল্লেখ্য, এবারের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর। ভারত পরেছে ‘এ’ গ্রুপে। গ্রুপে ভারতীয়দের সঙ্গী চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও শ্রীলংকা।
ভারতের এশিয়া কাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা ও রিংকু সিং।