Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটের দুর্নীতিবাজদের বাংলাদেশ ছাড়া করব: মার্শাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১১:১০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বারবারই ফিক্সিং প্রসঙ্গ আলোচিত হয়েছে। গত বিপিএলেও তাই। গত বিপিএলে বড় ধরনের ম্যাচ ফিক্সিংয়ের একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে দেশের একটি সংবাদ মাধ্যমে। গত বিপিএলের ফিক্সিং অভিযোগ নিয়ে যে তদন্ত কমিটিটি কাজ করছে তারা আগামী সপ্তাহে প্রতিবেদন বিসিবির কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে। এদিকে, এর মধ্যেই বিসিবির দুর্নীতি দমন ইউনিট ঢেলে সাজাতে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইসিসিতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা সম্মন্ন অ্যালেক্স মার্শালকে।

যুক্তরাজ্যের সাবেক এই পুলিশ কর্মকর্তা বাংলাদেশের এসেই হুক্কার দিলেন, বাংলাদেশ থেকে ক্রিকেটের দুর্নীতিবাজদের বিতাড়িত করব।

বিজ্ঞাপন

গতকাল বাংলাদেশে এসে পৌঁছেছেন মার্শাল। এসেই বিসিবির মানবসম্পদ পুনর্গঠনের জন্য নিযোগ পাওয়া প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন। পরে বিসিবির পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গেও বসেছিলেন তিনি। সেখানে নিজের কর্মপরিকল্পনা জানিয়েছেন মার্শাল। তার পরামর্শ মেনেই ঢেলে সাজানো হবে বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে।

অ্যালেক্স মার্শাল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা একটা নৈতিকতা বিভাগ তৈরি করব, যারা সবাইকে এ বিষয়ে সচেতন করবে। তারা যেন বুঝতে পারে এসবের কী বিপদ আছে। দলের ভেতরেও একটা নিরাপত্তা থাকবে। আমরা নিশ্চিত করব দুর্নীতিবাজেরা যেন ছাড় না পায়। আমরা তাদের বাংলাদেশে চাই না, তাদের দেশছাড়া করব। নৈতিকতা বিভাগ শক্ত বার্তা দিতে চায় যে বাংলাদেশে খেলাটা স্বচ্ছ থাকবে।’

এর আগে আইসিসির দুর্নীতি দমন বিভাগে কাজ করেছেন দীর্ঘ ৭ বছর। দায়িত্ব পালন শেষে বলেছেন, আইসিসি থেকে দুর্নীতিবাজদের বিতাড়িত করেছি। তবে দুর্নীতিবাজরা বারবার ফিরে আসার সুযোগ খুঁজবে। তুলনামূলক পিছিয়ে থাকা লিগগুলোকে ফিক্সাররা টার্গেট করেন, এমন কথাও বলেছিলেন তিনি।

বিপিএল কি মার্শালের কাছে পিছিয়ে থাকা লিগ? এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই বড় হুমকি হচ্ছে যখন তাতে দুর্বলতা দেখা যায়। ফ্র্যাঞ্চাইজি লিগ পেশাদারভাবে না চললে ও যথেষ্ট নিরাপত্তাবেষ্টিত না হলে এটাকে দুর্নীতিবাজেরা লক্ষ্য বানাবেই। আমাদের নিশ্চিত করতে হবে বিপিএলের যেন এমন ভাবমূর্তি না থাকে। যেভাবে টুর্নামেন্ট চলে, ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়—নিরাপত্তা নিশ্চিত করে সবকিছুই চূড়ান্ত পেশাদারত্বের সঙ্গে সামলাতে হবে।’

ক্রিকেটার, কোচ, কর্মকর্তা সবাইকে নৈতিকতার শিক্ষা দেওয়া হবে বলেছেন মার্শাল, ‘তাঁরা যেন বাংলাদেশের আইন, ইসলামিক আইন, মূল্যবোধ সম্পর্কে জানে। সব মিলিয়ে চেষ্টা করব খেলাটাকে কীভাবে আরও সুন্দরভাবে সুরক্ষিত রাখা যায়।’

সারাবাংলা/এসএইচএস

অ্যালেক্স মার্শাল বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর