চলেই যেতে হচ্ছে জাপানের কোচকে!
৫ জুলাই ২০১৮ ২০:৩০ | আপডেট: ৬ জুলাই ২০১৮ ১১:৪১
স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপে আরেকটু হলেই দলকে সেরা সাফল্য এনে দিয়েছিলেন দলকে। কখনো কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি জাপান, আরেকটু হলেই আকিরা নিশিনো নিয়ে যাচ্ছিলেন সেখানে। কিন্তু বেলজিয়ামের কাছে শেষ মুহূর্তের গোলে বিদায় নিতে হয়েছে দ্বিতীয় রাউন্ড থেকেই। তবে হেরে গেলেও সবার মন ভরিয়ে দিয়েছে জাপান। অথচ এমন ফলের পরও নিশিনোকে রাখছে না জাপান, এই মাস শেষেই তাঁকে বিদায় নিতে হচ্ছে।
রাশিয়া থেকে দেশে ফেরার পর টোকিওতে নিশিনো বলেছেন, এই মাসের শেষেই তাঁর চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবং তিনি শুরু থেকেই জানতেন, এই বিশ্বকাপ শেষে তাঁকে চলে যেতে পারে। জাপান ফেডারেশন নতুন কোচের নাম এখনো নিশ্চিত করেননি, তবে ক্লিন্সমানের নামটা শোনা যাচ্ছে অনেক জোরেশোরে।
অথচ গত এপ্রিলে অনেকটা সংকটের মধ্যে জাপানের দায়িত্ব নিয়েছিলেন। আগের কোচ ভাহিদ হালিহদজিচকে অনেকটা হুট করে চলে যেতে হয়েছিল। বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করার দুই মাসেরও কম সময় পেয়েছিলেন নিশিনো। কিন্তু মাঠের খেলায় সবাইকে মুগ্ধ করেছে জাপান। পোল্যান্ড ও সেনেগালকে টপকে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেওয়াটাই কম কথা নয়। আর শেষ ষোলোতে বেলজিয়ামের সাথে বুক চিতিয়ে লড়াই করা তো আছেই।
এর মধ্যে গ্যালারি পরিষ্কার করে জাপানি সমর্থকেরা সবার সাধুবাদ পেয়েছে। জাপান দলও নিজেদের ড্রেসিংরুম পরিষ্কার করে ও ধন্যবাদ লেখা চিরকুট লিখে নিজেদের নিয়ে গেছে অন্য উচ্চতায়।
সারাবাংলা/ এএম