অস্ট্রেলিয়ায় ‘টপ অ্যান্ড টি-টোয়েন্টি’ টুর্নামেন্ট খেলছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে আজকের জয়টা খুব করেই দরকার বাংলাদেশের। গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিং করে বেশ লড়াকু সংগ্রহ গড়েছে নুরুল হাসান সোহানের দল।
মেলবোর্ন স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে আগে ব্যাটিং করে ১৫৬ রান তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান।
ডারউইনে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুট হয়েছিল ধীর গতির। স্ট্রাইকরেট নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়া নাঈম শেখ আজও প্রশ্নবিদ্ধ। ২১ বলে করেছেন ১৯ রান। অপর ওপেনার জিসান আলম ১৩ বলে ১৩ রান করে ফিরেছেন।
তিনে নেমে সাইফ হাসান রান পেয়েছেন। ভালো স্ট্রাইকরেটের দাবি অবশ্য মিটাতে পারেননি সাইফও। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করতে খেলেছেন ৩৫ বল।
মিডল অর্ডারে দুর্দান্ত ফর্মে থাকা আফিফ হোসেন ধ্রুব আজ আউট হয়েছেন শূন্য রানে। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৭ বলে ৩৩ রানের একটা ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়েছেন। শেষ দিকে ছোট তবে কার্যকারী একটা ইনিংস খেলে বাংলাদেশ ‘এ’ দলকে দেড়শর ওপারে নিয়েছেন ইয়াছির আলি রাব্বি। ২টি করে চার-ছয়ে ১৭ বলে ২৯ রান করেছেন রাব্বি।