Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উরুগুয়ের রক্ষণ না ফ্রান্সের আক্রমণ?


৬ জুলাই ২০১৮ ১০:০৬

স্পোর্টস ডেস্ক।। 

বিশ্বকাপের শেষ আটের শুরুটা আজ হচ্ছে উরুগুয়ে-ফ্রান্স ম্যাচ দিয়ে। সমীকরণটা সেখানে সহজ। একদিকে উরুগুয়ের রক্ষণ, অন্যদিকে ফ্রান্সের আক্রমণ। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সম্ভবত গডিন-হিমেনেজদের রক্ষণভাগ সেরা, পুরো টুর্নামেন্টে মিলে গোল হজম করেছে মাত্র একটি। অন্যদিকে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্স দেখিয়েছে, এমবাপ্পে-গ্রিজমানরা কী করতে পারেন। এই দুইয়ের লড়াইয়ে যারা জিতবে, তারাই হয়তো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে।

বিজ্ঞাপন

উরুগুয়ে বলতে গেলে নিরেট রক্ষণ নিয়েই এ পর্যন্ত এসেছে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই জমাট ছিল রক্ষণ, তবে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয়েছে পর্তুগালের বিপক্ষে। ওই ম্যাচে একটি গোল হজম করলেও পুরো ম্যাচে রোনালদোকে গোলে তেমন কোনো শট করারই সুযোগ দেননি গডিনরা। বলতে গেলে বোতলবন্দিই করে রেখেছিলেন।

তবে এই ম্যাচে উরুগুয়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা, এডিনসন কাভানিকে তারা পাবে তো? পর্তুগালের সঙ্গে জোড়া গোল করার পর হ্যামস্ট্রিং সমস্যায় মাঠ ছেড়েছিলেন কাভানি। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ কালও নিশ্চিত করতে পারলেন না কাভানি নামবেন কি না। তবে এখন পর্যন্ত তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ বলেই জানা যাচ্ছে। সেটা হলে উরুগুয়ের জন্য হবে বড় একটা ধাক্কা।

অন্যদিকে ফ্রান্সের তেমন কোনো চিন্তা নেই। এমবাপ্পে দেখাচ্ছেন, কেন তাঁকে এই প্রজন্মের সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলার বলা হচ্ছে। আর্জেন্টিনার ম্যাচের আগে ফ্রান্সের যে ছন্দটা দরকার ছিল, পেয়ে গেছে সেটাও। আজ অবশ্য একটা পরিবর্তন আসছে ফ্রান্স দলে, মাতুইদির জায়গায় আসতে পারেন তোলিসো।

হেড টু হেডে এখন পর্যন্ত পিছিয়ে আছে ফ্রান্স। বিশ্বকাপে দুই দলের যে তিন বার দেখা হয়েছে, এর মধ্যে দুই বার ড্র হয়েছে। আর একবার জিতেছে উরুগুয়ে।

বিজ্ঞাপন

আজ কে হাসবে শেষ হাসি?

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

মুক্তি পেলেন বাবার
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর