Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ২১:৫১

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যৌথভাবে ভারতকে ৩০ অক্টোবরের মধ্যে একটি নতুন সংবিধান কার্যকর করার জন্য নির্দেশ দিয়ে বলেছে এটি মানা না হলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পরতে হবে। এতে গত তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতন নিষেধাজ্ঞার ঝুঁকিতে ভারতীয় ফুটবল।

ফিফা ও এএফসি’র পক্ষ থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবের কাছে চিঠি পাঠানো হয়েছে। যৌথ চিঠিতে সংবিধান চূড়ান্ত ও গ্রহণ করতে ধারাবাহিক ব্যর্থতার কারণকে ‘গভীর উদ্বেগের’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘এই সময়সূচি পূরণে ব্যর্থ হলে আমাদের কাছে বিষয়টি সংশ্লিষ্ট ফিফা সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার কাছে বিবেচনার জন্য পাঠানোর বিকল্প থাকবে না।’

বিজ্ঞাপন

আরও বলা হয়েছে, ‘এআইএফএফ-কে অবশ্যই এই যোগাযোগকে বাধ্যতামূলক হিসেবে বিবেচনা করতে হবে এবং ফিফা ও এএফসি-এর সদস্য হিসেবে এর অধিকারগুলো রক্ষা করার জন্য অবিলম্বে এটি মেনে চলতে হবে।’

এমন অবস্থায় ভারতীয় বোর্ডের বিপক্ষে ফিফার এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারতের জাতীয় দল ও ক্লাবগুলো সকল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ পড়বে।

এর আগে ২০২২ সালে ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফ পরিচালনার জন্য একটি তদারকি কমিটি গঠন করলে ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’ দেখিয়ে ফিফা ভারতকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। কয়েক দিনের মধ্যেই নিষেধাজ্ঞা উঠে গেলে নির্বাচনের মাধ্যমে কল্যাণ চৌবের নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব নেয়।

এদিকে এআইএফএফ ও তাদের বাণিজ্যিক অংশীদার ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)-এর মধ্যে চলমান দ্বন্দ্বে অনিশ্চয়তায় রয়েছে ভারতের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। ৮ ডিসেম্বর তাদের পারস্পরিক অধিকার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এখনো তা নবায়ন হয়নি। ফলে মৌসুম শুরু দেরিতে হচ্ছে এবং কয়েক হাজার খেলোয়াড় ও কর্মী চাকরি হারানোর আশঙ্কার মধ্যে পড়েছে।

এই সংকটের প্রেক্ষিতে আন্তর্জাতিক খেলোয়াড় সংগঠন এফআইপিআরও (FIFPRO) এশিয়া/ওশেনিয়া এই ইস্যুটি ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে।

ভারতীয় ফুটবলের বর্তমান এই অস্থির পরিস্থিতি শুধুমাত্র মাঠেই নয় বরং প্রশাসনিক ও কাঠামোগত দুর্বলতার দিকটিও তুলে ধরছে, যা দ্রুত সমাধান না হলে আরও বড় বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে দেশটির ফুটবলকে।

সারাবাংলা/এসএইচএস

ফিফা ভারতীয় ফুটবল