আলোচিত ‘শাহীন’ বেছে নিয়েছে বেলজিয়ামকে
৬ জুলাই ২০১৮ ১৬:১৯
।। স্পোর্টস ডেস্ক ।।
বিশ্বকাপ আসলেই ভবিষ্যদ্বাণী দিতে মুখোড় হয়ে ওঠে অনেক প্রাণী। বিশ্বকাপ আর ভবিষ্যদ্বাণী যেন পাশাপাশি চলতে থাকে। ২০১০ সালে অক্টোপাস পলকে এখনো সবাই মনে রেখেছে তার ক্ষুরধার ভবিষ্যদ্বাণীর জন্য। স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে এবং হয়ে ছিল তাই। ২০১৪ বিশ্বকাপে শাহীন নামের এক উট ভবিষ্যদ্বাণী দিলেও তা কার্যকরী ছিল না। রাশিয়া বিশ্বকাপে দেখা গিয়েছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে। তার ভবিষ্যদ্বাণী নিয়ে প্রথম দিকে আলোচনা থাকলেও পরে হারিয়ে যায়। কিন্তু আলোচনায় আবারো আরব আমিরাতের ভবিষ্যৎবক্তা উট ‘শাহীন।’
কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ জানিয়েছে উট শাহীন। তার মতে, শেষ আটের লড়াইয়ে নাকি পাঁচবারের চ্যাম্পিয়নদের বিদায় করে দেবে ইউরোপের পাওয়ার হাউস বেলজিয়াম।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতেছে বেলজিয়াম। ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করে মিশন শুরু করে। তবে, পরের দুটি ম্যাচে কোস্টারিকা আর সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলোতে উঠে তিতের শিষ্যরা। শেষ ষোলোতে জাপানের বিপক্ষে হারতে হারতে ৩-২ গোলে জিতেছিল বেলজিয়াম। আর মেক্সিকোকে সহজে হারিয়েই শেষ আটে ওঠে ব্রাজিল।
এই বিশ্বকাপে ১২ গোল করেছে বেলজিয়াম। আর ব্রাজিল করেছে ৭ গোল। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় কোয়ার্টার ফাইনালে খেলবে দুই নম্বর দল ব্রাজিল আর তিন নম্বর দল বেলজিয়াম।
শাহীনের সব ভবিষ্যদ্বাণী কিন্তু অক্টোপাস পলের মতো মিলে যায়নি। বেশির ভাগ ক্ষেত্রেই তার ভবিষ্যদ্বাণী উল্টো হয়েছিল। তাই, আপনি চাইলেই ভবিষ্যদ্বাণী করা উট শাহীনের মতামতকে উড়িয়ে দিতে পারেন। তবে, নকআউট পর্ব থেকে শাহীন বেশ কারিশমা দেখাচ্ছে। চলতি বিশ্বকাপের গ্রুপর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট। ব্রাজিল সমর্থকেরা তাই কিছুটা শঙ্কিত হতেই পারেন। কারণ, আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচেও ফরাসিদের বেছে নিয়েছিল শাহীন। এমনকি স্পেনকে যে রাশিয়া বিদায় করে দেবে, এই আলোচিত ভবিষ্যদ্বাণীও করেছিল শাহীন।
কীভাবে ভবিষ্যদ্বাণী করে এই উট:
উটের সামনে দুটি দেশের পতাকা রাখা হয়, বেশ কিছুক্ষণ দুটি পতাকার দিকে তাকিয়ে থেকে যে কোনো একটি পতাকাকে বেছে নেয় শাহীন, বেছে নেওয়া পতাকার দেশটিকে বিজয়ী বলে ধরা হচ্ছে। ব্রাজিল-বেলজিয়ামের পতাকা শাহীনের সামনে রাখা হয়েছিল। তাতে শাহীন বেছে নিয়েছে বেলজিয়ামকে। তবে কী আজই শেষ হয়ে যাচ্ছে নেইমারদের পথচলা? শাহীনের ভবিষ্যদ্বাণী কতটা মেলে তার জন্য অপেক্ষা করতে হবে মধ্য রাত পর্যন্ত।
সারাবাংলা/এমআরপি