Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেখে নিন ব্রাজিলের শুরুর একাদশ


৬ জুলাই ২০১৮ ১৬:৪১

।। স্পোর্টস ডেস্ক ।।

কাজান অ্যারেনায় শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচেও ব্রাজিলকে নেতৃত্ব দেবেন মিরান্ডা। নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দীর্ঘ সময়ের জন্য অধিনায়কত্ব দিতে নারাজ ব্রাজিলের কোচ তিতে। বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই অধিনায়কত্বে পরিবর্তন আনছেন তিনি।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক ছিলেন মার্সেলো। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকোর বিপক্ষে ব্রাজিলের অধিনায়ক ছিলেন থিয়াগো সিলভা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দায়িত্ব পেয়েছিলেন মিরান্ডা। ইনজুরির কারণে শেষ ষোলোতে ছিলেন না মার্সেলো। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নতুন অধিনায়ক অবশ্য দেখা যায়নি। কোস্টারিকার বিপক্ষে থাকা থিয়াগো সিলভাকেই অধিনায়কত্ব দেওয়া হয়েছিল।

বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আবারো ফিরিয়ে আনা হলো ইন্টার মিলানের হয়ে খেলা মিরান্ডার অধিনায়কত্ব। ফলে, ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার সার্বিয়ার পর বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন।

ইনজুরি কাটিয়ে ফেরা মার্সেলোকে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাখা হয়েছে। দুই হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে খেলা হবে না মিডফিল্ডার ক্যাসেমিরোর। মাঝমাঠে তার জায়গা নেবেন ম্যানচেস্টার সিটির ফের্নান্দিনিয়ো। তিনি ছাড়াও মাঝমাঠের দায়িত্ব নেবেন বার্সার দুই তারকা ফিলিপে কুতিনহো ও পাউলিনহো।

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বদলি নেমে গোল করা ফিরমিনোকেও বসে থাকতে হবে সাইড বেঞ্চে। আগের মতো গ্যাব্রিয়েল জেসুসের বদলি হিসেবে নামতে পারেন তিনি। আক্রমণভাগে থাকছেন নেইমার-জেসুস-উইলিয়ান। রক্ষণে মার্সেলো ও মিরান্ডার সঙ্গে খেলবেন ফ্যাগনার ও থিয়াগো সিলভা।

বিজ্ঞাপন

ব্রাজিলের শুরুর একাদশ: অ্যালিসন বেকার; ফ্যাগনার, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো; পাউলিনহো, কুতিনহো, ফের্নান্দিনিয়ো; নেইমার, জেসুস ও উইলিয়ান।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

সর্বদলীয় সভায় যাচ্ছে বিএনপি
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫

মুক্তি পেলেন বাবর
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর