Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যাটট্রিক করলে রাশিয়ায় জমি পাবেন নেইমার


৬ জুলাই ২০১৮ ১৬:৫৫

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়ার বিশ্বকাপ ভেন্যুর মধ্যে অন্যতম কাজান অ্যারেনা। চলমান বিশ্বকাপে ব্রাজিল আর বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে কাজান অধ্যায় শেষ হচ্ছে। দুই দলের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম ব্রাজিলের আইকন নেইমার। তাই হয়তো নেইমারকেই বেছে নিয়েছেন কাজান অ্যারেনার মেয়র আইলাসার ম্যাস্টিন।

নেইমারকে পুরস্কৃত করার কথা ভাবছেন ম্যাস্টিন। সে জন্য বেধে দিয়েছেন একটা শর্ত। বেলজিয়ামের বিপক্ষে হ্যাটট্রিক করলেই রাশিয়ার কাজানের একখন্ড জমি উপহার পাবেন ব্রাজিল তারকা।

তবে, ইনজুরি কাটিয়ে ফিরে রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেকে শতভাগ মেলে ধরতে পারেননি নেইমার। বার্সা থেকে ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেওয়া এই তারকা চলতি বিশ্বমঞ্চে নেমে ৪ ম্যাচে করেছেন ২ গোল।

রাশিয়ার নিউজ এজেন্সি তাসকে আইলাসার ম্যাস্টিন জানিয়েছেন, ‘আমরা বিশেষ কিছু আবিষ্কার করতে চাই। নেইমার যদি এই ম্যাচে হ্যাটট্রিক করতে পারেন তাহলে আমরা তার জন্য স্পনসর খুঁজব। তাকে একখন্ড জমি আমরা উপহার দেব। আপনারা বুঝতে পারছেন নেইমারের দরজায় কত বড় উপহার অপেক্ষা করছে?’

বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় কাজান অ্যারেনায় কোয়ার্টার ফাইনাল ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর