Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরবর্তী পেলে নেইমার নয় এমবাপ্পে!


৬ জুলাই ২০১৮ ১৮:৩৭ | আপডেট: ৬ জুলাই ২০১৮ ১৮:৩৮

।। স্পোর্টস ডেস্ক।।

তুলনটা হয়তো আকাশ-পাতাল। একজন পেলে। ফুটবল ইতিহাসের সম্রাট বলা হয় যাকে। তিনটি বিশ্বকাপ যার ঝুলিতে। সর্বকালের সেরা ফুটবলার তিনি। অন্যদিকে এম বাপ্পে। ফ্রান্সের জার্সিতে প্রথম বিশ্বকাপের স্বাদ নিচ্ছেন এই পিএসজির উদীয়মান তারকা। তবে, জোড়া গোল করে আর্জেন্টিনার মতো দলকে ছিটকে দিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন তিনি। তরুণ ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে জোড়া গোল করে গ্রহ থেকে নক্ষত্র বনেছেন পেলে। এমবাপ্পেও একই পথে হাটছে এমন ভাবনাটা অনেকের।

বিজ্ঞাপন

পেলে হওয়ার রসদ এই উদীয়মানের মধ্যে দেখতে পাচ্ছে অনেকে। প্রতি ম্যাচে যেভাবে খেলছে এম বাপ্পে তাতে সেই ভাবনাটা অমূলক মনে হয় নি ফুটবল বিজ্ঞদের। যেমনটা জানালেন আর্সেনালের দীর্ঘদিনের কোচ আর্সেন ওয়েঙ্গার।

তিনি মনে করেন, ফুটবল কিংবদন্তি পেলের মতো কিলিয়ান এমবাপ্পেরও সেই যোগ্যতা আছে। এক বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করার কীর্তিতে পেলের পাশে নাম লিখিয়েছেন এই বিষ্ময়বালক। সান স্পোর্টসের কলাম লেখক লোথার মেথিউস বিশ্বাস করেন- এ বিশ্বকাপের এখনও পর্যন্ত সেরা পারফরমার এমবাপ্পে।

এই পিএসজির তরুণ তারকা ক্লাবের হয়ে যেমন আলো ছড়িয়েছেন, বিশ্বকাপের মতো বড় মঞ্চে এসে সমান দ্যুতি ছড়াচ্ছেন। আর্সেন ওয়েঙ্গার এম বাপ্পেকে আর্সেনালে চুক্তি করানোর চেষ্টা করেছেন। তার কথায়, বল নিয়ে এমবাপ্পের দক্ষতা ও পরিপূর্ণতা এই বয়সে অন্যরকম। বিশ্বের সেরাদের কাতারে যেতে চলেছে সে।

পেলের সঙ্গে তার তুলনা করতে গিয়ে ওয়েঙ্গার বেইন স্পোর্টসকে জানিয়েছেন, ‘আমি তাদের একজন যারা এমন তুলনা করছে। কেন? কারণ আমি সংখ্যা দেখেছি এবং সে যখন মোনাকোর হয়ে খেলেছে, ১৭ বছর বয়সে অর্ধেক বছরে একাই ৩০ গোল করেছে। আপনি সবসময় ভয়ে থাকবেন কারণ আপনি চাইবেন সে ‘বিগ হেডেড’ হোক।’

বিজ্ঞাপন

‘কিন্তু এই ছেলের ব্যতিক্রম বুদ্ধিমত্তা আছে। এবং চাপকে সামলোর অবিশ্বাস্য ক্ষমতা আছে।’

‘ফুটবল খেলা তার জন্য খুব স্বাভাবিক একটা ব্যাপার। সবকিছু সঠিক প্রক্রিয়ায় সে করে। সে মেধাবী এবং উপরওয়ালা প্রদত্ত। সে যখন টিভিতে কথা বলে, তাকে দেখলে খুব রিলাক্স মনে হয়। যেটা বিস্ময়কর। এবং সে খুব ভালো বিশ্লেষণ দেয়।’

‘আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই দশে দশ দিতেন। এটা প্রথমবার হচ্ছে যে আমি এই বয়সে কোন খেলোয়াড়কে এতো পরিপূর্ণ দেখছি।’ যোগ করেন তিনি।

কিলিয়ান এমবাপ্পে তিন গোল করে গোল্ডেন বুটের তালিকায় আছেন। কালো মানিক পেলে ১৭ বছর বয়সে ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ছয়টি গোল করেছিলেন। বিশ্বকাপ জিতেছিলেন। এমবাপ্পে পেলের পর্যায়ে পৌঁছাতে পারবে কি না সেটা সময়ই বলে দিবে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

নতুন সিরিজ দিয়ে শুরু নতুন বছর
২১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর