Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয়, রানার্ন-আপ বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৮:৫০

সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম দেখায় ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আজ তার বদলাটা দারুণভাবেই নিল বাংলাদেশ। উত্তেজনায় ভরপুর ম্যাচে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ভারত অবশ্য আগেই টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে রেখেছে। এই জয়ে টুর্নামেন্টের রানার্সআপ হলো বাংলাদেশ।

রোববার (৩১ আগস্ট) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শেষ মিনিটে সৌরভী আখন্দ প্রীতির গোলে রোমাঞ্চকর জয় নিশ্চিত হয় বাংলাাদেশের। একটা সময় ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ।

প্রথমার্ধেই মামণি চাকমা ও আলপি আক্তারের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর প্রীতি করেন দলের হয়ে তৃতীয় গোল। ৩-১ গোলে পিছিয়ে পরে ভারত অনূর্ধ্ব-১৭ দল। তবে এরপর টানা দুটি গোল করে ৩-৩ ব্যবধানে সমতায় ফেরে তারা।

বিজ্ঞাপন

কিন্তু শেষ মুহূর্তের সেই গোল বদলে দেয় দৃশ্যপট। ম্যাচের শেষ সেকেন্ডে ভাগ্য সহায় হয় বাংলাদেশের। সৌরভী আখন্দ প্রীতির দূরপাল্লার শট ভারতের গোলরক্ষক ঠিকভাবে ধরতে পারেনি। বল ফসকে যায় হাত থেকে, সেই বল প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। সেই গোলেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল