আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজ খেলতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশি যুবারা।
আজ রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্যরা এবং ম্যানেজমেন্টের সদস্যরা মিলে একটা বড় বহর রওনা দিয়েছে ইংল্যান্ডের উদ্দেশ্যে।
কিছুদিন আগে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক জিম্বাবুয়ের পাশাপাশি সিরিজের তৃতীয় দল ছিল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের যুরাবা।
সেখান থেকে ফিরে বেশি বিশ্রাম পাননি যুবারা। ইংল্যান্ড সিরিজের জন্য অনুশীলন শুরু করে দিতে হয়েছিল। এর মধ্যে আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার।
স্ট্যান্ড বাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।