Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজস্থান রয়্যালসের কোচের পদ ছাড়লেন দ্রাবিড়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১০:০৪ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ২৩:৫৯

দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত থাকার পর এবার ফ্র্যাঞ্চাইজিটির হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস।

ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, সাম্প্রতিক একটি পর্যালোচনার অংশ হিসেবে দ্রাবিড়কে একটি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ভারতের সাবেক অধিনায়ক ও সদ্য জাতীয় দলের কোচের দায়িত্ব শেষ করা দ্রাবিড় সেই প্রস্তাব গ্রহণ করেননি।

রাজস্থান রয়্যালস এক বিবৃতিতে জানিয়েছে, “রয়্যালসদের যাত্রায় অনেক বছর ধরে বড় ভূমিকা পালন করেছেন রাহুল। তার নেতৃত্ব একটি প্রজন্মের খেলোয়াড়দের প্রভাবিত করেছে, স্কোয়াডে শক্তিশালী মূল্যবোধ গড়ে তুলেছে। ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিতে রাহুল এক অবিচ্ছেদ্য চিহ্ন রেখে গেছেন। রাজস্থান রয়্যালস, দলের খেলোয়াড়রা এবং বিশ্বের কোটি কোটি ভক্তরা রাহুলকে তার অসাধারণ সেবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।”

বিজ্ঞাপন

২০২৫ আইপিএলে বাজে পারফরম্যান্স করে রাজস্থান। ১০ ম্যাচে মাত্র ৪টি জয় নিয়ে পয়েন্ট তালিকার ৯ম স্থানে থেকে আসর শেষ করে তারা। এমন ব্যর্থতার পেছনে স্যামসন ও দ্রাবিড়ের মধ্যে দ্বন্দ্বের গুঞ্জন শোনা গেলেও তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

২০১১ সালের আইপিএলের মেগা নিলামে রাজস্থানের সঙ্গে যুক্ত হন রাহুল দ্রাবিড়। তিন বছর খেলোয়াড় হিসেবে খেলার পর ২০১৩ সালে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে যোগ দেন। ২০১৪ ও ২০১৫ সালে তিনি কোচের দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত থাকায় আইপিএলে কোনো দলের কোচিংয়ে ছিলেন না। জাতীয় দলের কোচের মেয়াদ শেষের পর ফের রাজস্থানে ফিরলেও এবার বিদায়ের ঘোষণা দিলেন এই ক্রিকেট কিংবদন্তি।

সারাবাংলা/এসএইচএস

রাহুল দ্রাবিড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর