এই ফ্রান্স বিশ্বকাপ জিতলে অবাক হবো না
৬ জুলাই ২০১৮ ২৩:৩৪
।।জাহিদ হাসান এমিলি।।
দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে ফ্রান্স। উরুগুয়েকে কোন জায়গাই দেয় নি দেশমের দল। যা ভেবেছি তাই হলো। ফ্রান্সকে এগিয়ে রেখেছিলাম, সেটাই করে দেখালো তারা। কাভানিহীন উরুগুয়েকে আক্রমণের কোন সুযোগ দিতে দেয় নি একবারের বিশ্বকাপ জয়ী দলটি।
বিশেষ করে মধ্যভাগে যেভাবে নিয়ন্ত্রণ করেছে ফ্রান্স তাতে উরুগুয়ের চান্স কম ছিলো। বেশি ভুগিয়েছে কাভানির ইঞ্জুরি। দলের মধ্যে কাভানির শূন্যতা বড় হয়ে দেখা দিয়েছে। সে থাকলে হয়তো আজকের ম্যাচটা এতোটা একপেশে হতো না।
ফ্রান্সের দুটি গোলই এসেছে সেট পিস থেকে। তাদের বেশিরভাগ গোলই এবার সেট পিস থেকে এসেছে। এটা একটা দলের টিম ওয়ার্ক শক্তিশালী দিককে প্রকাশ করে। নিশ্চিতভাবে মাঝমাঠের দখল নিজের করে নিয়েছিলো ইউরোপের দেশটি। সেখানেই আসলে ভরাডুবি ঘটেছে উরুগুয়ের।
প্রথম গোল করে ফ্রান্স এগিয়ে গেলে একটু ঢিলেমি দিতে দেখা যায়। এদিকে সেই সুযোগ কাজে লাগিয়ে উরুগুয়ে আক্রমণ করতে থাকলে সেই কাভানির শূন্যতা চোখে পড়ে। বারবার আক্রমণগুলো যেন খেই হারাচ্ছিলো ডি বক্সের ভেতরে। দ্বিতীয় গোলের পর ম্যাচের লাগাম টেনে ধরে ফ্রান্স। নিজেদের পায়ে বল রেখে উরুগুয়েকে বলতে গেলে নাচিয়েছে তারা। ম্যাচের তখনও বাকী ছিলো প্রায় আধা ঘণ্টা। গ্যালারিতে ততক্ষণে উদযাপন করা শুরু করে দিয়েছে ফ্রান্স।
এখন দেখার পালা ব্রাজিল কি করে। আমার মতে এ বিশ্বকাপের অন্যতম দাবিদার তিতের দল। তবে, এদিকে ব্রাজিল জিতলে ফ্রান্সকে হয়তো বড় পরীক্ষা দিতে হতে পারে। দুটি দলই সমান ভারসাম্যপূর্ণ দল। ফিফটি ফিফটি বলবো। ফাইনালের আগেই আরেকটি ফাইনাল হতে পারে। তবে বেলজিয়াম সেমিতে উঠে গেলে ফ্রান্সকে এগিয়ে রাখবো।
বেলজিয়াম আর ব্রাজিলের দিকেই তাই তাকিয়ে থাকবো।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক