Wednesday 03 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজা-শমিতকে ছাড়াই বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৩

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৩ সদদ্যের স্কোয়াডে তারকা হামজা চৌধুরী ও শমিত সোম নেই।

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোতে যে খেলতে পারবেন না তা আগেই জানিয়েছিলেন শমিত। তবে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজাকে পাওয়া না পাওয়া নিয়ে ধোঁয়াশা ছিল। শেষ পর্যন্ত হামজাকে ছাড়াই দল ঘোষণা হলো।

জানা গেছে, লেস্টার সিটির তারকা সর্বশেষ ম্যাচে হালকা চোট পেয়েছেন। ফলে সাবধানতার কারণেই তাকে বাংলাদেশের হয়ে ম্যাচ দুটিতে খেলতে নিরুৎসাহিত করেছে লেস্টার। হামজা দলে নেই মূলক সেই কারণেই।

বিজ্ঞাপন

এদিকে, বাংলাদেশ স্কোয়াডে নেই আরেক প্রবাসী তারকা ফুটবলার ফাহমিদুল ইসলামও। অবশ্য বয়সভিত্তিক দলের হয়ে খেলছেন ফাহমিদুল। দলে বেশ কয়েকটি পরিবর্তন। বাদ পড়েছেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, শেখ মোরসালিন, আল আমিন, জাহিদ শান্ত। দলে নতুন করে ডাক পেয়েছেন সুজন হোসেন, পাপন সিং, ইসা ফয়সাল, মোহাম্মদ ইব্রাহিম। প্রথমবার দলে ডাক পেয়েছেন আব্দুল্লাহ ওমর সজীব।

উল্লেখ্য, নেপালের বিপক্ষে আগামী ৬ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ৯ সেপ্টেম্বর। দুটি ম্যাচই হবে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে।

বাংলাদেশ স্কোয়াড: মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান, মো. রহমত মিয়া, তপু বর্মন, মো. হৃদয়, জামাল ভূঁইয়া, মো. তাজ উদ্দিন, আরিফ হোসেন, মো. শহরিয়ার ইমন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মো. আব্দুল্লাহ ওমর, মিতুল মারমা, তারিক রায়হান কাজী, পাপন সিং, মো. সোহেল রানা, সোহেল রানা, ইসা ফয়সল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মো. সাদ উদ্দিন এবং মো. পাপ্পু হোসেন।

সারাবাংলা/এসএইচএস

শমিত সোম হামজা চৌধুরী

বিজ্ঞাপন

শেষ ম্যাচ খেলতে আর্জেন্টিনায় মেসি
৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০

আরো

সম্পর্কিত খবর