সেপ্টেম্বরের শুরুতে মাঠে গড়াবে এশিয়া কাপ। এশিয়া কাপের পরপর বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বলছে এমন কথা।
সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের ম্যাচগুলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট তিন ভেন্যু মিলিয়ে হবে।
বিসিবির সুত্রটি বলছে, সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর, শেষ হবে ১ নভেম্বর। সিলেটে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে সিলেটে। ওয়ানডে সিরিজের বাকি ম্যাচ হবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটাও হবে সেখানে। তারপর টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
গত বছর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতা করেছেন টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে।