Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃত্তির তালিকায় নেই অলিম্পিয়ান সাগর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৫ ২৩:৫১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৪

২০২৪ প্যারিস অলিম্পিকে সরাসরি অংশ নেওয়া আরচ্যার সাগর ইসলামকে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৃত্তির তালিকায় রাখা হয়নি।

আইওসি প্রতি অলিম্পিক চক্রে উন্নয়নশীল দেশের সম্ভাবনাময় ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি বৃত্তি দিয়ে থাকে, যাতে তারা প্রস্তুতির জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা পান। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ২০২৮ অলিম্পিক সামনে রেখে যেসব ক্রীড়াবিদদের নাম চূড়ান্ত করেছে, তাদের মধ্যে রয়েছেন আরচ্যার আব্দুর রহমান আলিফ, হিমু বাছাড়, পুষ্পিতা জামান এবং শুটার রবিউল ইসলাম, কামরুন নাহার কলি ও শায়রা আরেফীন। আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তারা সেপ্টেম্বর থেকে বৃত্তির আওতায় আসবেন।

বিজ্ঞাপন

তবে আশ্চর্যের বিষয় হলো, প্যারিস অলিম্পিকে নিজের যোগ্যতায় কোটা নিশ্চিত করা সাগরের নামই আসেনি এই তালিকায়। কারণ, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর কাছ থেকে সম্ভাবনাময় ক্রীড়াবিদদের নাম চাইলেও আরচ্যারি ফেডারেশন সাগরের নাম পাঠায়নি। ফলে তাকে বিবেচনায় নেওয়ার সুযোগই হয়নি।

উল্লেখ্য, ফুটবল ও ক্রিকেট বাদে দেশের অধিকাংশ ডিসিপ্লিনের খেলোয়াড়রা আর্থিক সংকটে থাকেন। অলিম্পিক বৃত্তির আওতায় থাকা ক্রীড়াবিদরা মাসে প্রায় এক লাখ টাকা সম্মানী পান, যা তাদের জন্য দীর্ঘমেয়াদে বড় সহায়তা হয়ে দাঁড়ায়। প্যারিস অলিম্পিকের আগে সাগর বৃত্তি না পেয়েও অভাবনীয় সাফল্য দেখিয়ে মূল মঞ্চে জায়গা করে নেন। তবুও এবার তিনি বঞ্চিত হলেন শুধুমাত্র ফেডারেশনের তালিকায় না থাকার কারণে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর