Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ফিদে মাস্টার হলেন ১৩ বছরের খুশবু

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ২১:৩২ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৫

মাত্র ১৩ বছর বয়সেই আন্তর্জাতিক দাবা অঙ্গনে নতুন মাইলফলক ছুঁলেন ওয়াসরিয়া খুশবু। বিশ্ব দাবা সংস্থা (ফিদে) থেকে তিনি পেয়েছেন “উইমেন ফিদে মাস্টার” বা মহিলা ফিদে মাস্টার খেতাব। তার বর্তমান রেটিং ২১৪৫, যা এই টাইটেল পাওয়ার জন্য নির্ধারিত ২১০০ রেটিংয়ের চেয়ে বেশি।

আন্তর্জাতিক দাবা ফেডারেশনের নিয়ম অনুযায়ী, নারী দাবাড়ুদের ২১০০ রেটিং অর্জন করলে তারা মহিলা ফিদে মাস্টার হওয়ার জন্য আবেদন করতে পারেন। খুশবু অল্প বয়সেই সেই শর্ত পূরণ করে এই সম্মানজনক খেতাব অর্জন করেছেন। বয়সভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক নানা টুর্নামেন্টে তার সাফল্যও রয়েছে উল্লেখযোগ্য।

বাংলাদেশে দীর্ঘদিন ধরেই নারীরা দাবা খেলায় যুক্ত থাকলেও এখনো কোনো মহিলা গ্র্যান্ডমাস্টার (ডব্লিউজিএম) উঠে আসেননি। মহিলা আন্তর্জাতিক মাস্টার (ডব্লিউআইএম) পর্যন্ত পৌঁছেছেন কেবল রাণী হামিদ, শারমীন শারমিন সুলতানা শিরিন ও আবু সায়েম লিজা।

বিজ্ঞাপন

মহিলা ফিদে মাস্টার (ডব্লিউএফএম) খেতাব তার পরের ধাপ। সেই তালিকায় খুশবুর নাম যুক্ত হওয়ায় এখন বাংলাদেশে নারী ফিদে মাস্টারের সংখ্যা দশে পৌঁছেছে। ক্যান্ডিডেট মাস্টার খেতাবধারী নারী দাবাড়ু কয়েকজন থাকলেও তা বিশ্ব দাবা অঙ্গনে পূর্ণ খেতাব হিসেবে বিবেচিত নয়।

সারাবাংলা/এসএইচএস

দাবাং

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর