জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় এবার থাকছে বড় পরিবর্তন। আগের আসরগুলোর মতো মাত্র ৩-৪ ম্যাচ খেলে শিরোপা জয়ের সুযোগ আর থাকছে না। ফেডারেশনের নতুন কমিটির উদ্যোগে এবার প্রতিটি দল গ্রুপ পর্বেই অন্তত চারটি ম্যাচ খেলবে। ফলে প্রতিযোগিতার পরিসর যেমন বেড়েছে, তেমনি বাড়ছে প্রতিযোগিতার মানও।
শনিবার শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সার্ভিসেস সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার মোট ১৯টি দল। খেলা হবে দুইটি পর্বে ভাগ করে।
প্রথম পর্বে অংশ নিচ্ছে ১০টি দল—বাংলাদেশ আনসার ও ভিডিপি, ফরিদপুর, বরগুনা, শেরপুর, কক্সবাজার, বাংলাদেশ পুলিশ, মাদারীপুর, কুষ্টিয়া, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং দিনাজপুর জেলা।
দ্বিতীয় পর্বে ৯টি দল খেলবে—জামালপুর, নওগাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়, নড়াইল, যশোর, ঢাকা, বগুড়া ও গোপালগঞ্জ জেলা। দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে ২০ আগস্ট।
দুই পর্ব মিলিয়ে মোট চারটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলবে। চূড়ান্ত লড়াই অর্থাৎ ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা, রানার্সআপ দল ১৫ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১০ হাজার টাকা প্রাইজমানি। এছাড়া সেরা ৮ দলকে ১০ হাজার টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে। সেরা খেলোয়াড় পাবেন ৫ হাজার টাকা, এবং দুইজন সেরা রেফারিকে দেওয়া হবে ২ হাজার টাকা করে পুরস্কার।
প্রতিটি দলের ১৪ জন খেলোয়াড়কে প্রতিটি ম্যাচে ১০০ টাকা করে পকেট মানি দেওয়া হবে, যা মাঠে অংশগ্রহণ বাড়াতে বড় ভূমিকা রাখতে পারে।