Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নারী হ্যান্ডবল শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৫ ২২:৫৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:০০

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে শনিবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। প্রথম দিন মাঠে গড়ানো ম্যাচগুলোতে জয় পেয়েছে শেরপুর, মাদারীপুর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফরিদপুর।

দিনের প্রথম ম্যাচে কক্সবাজার দলের অনুপস্থিতির কারণে ওয়াকওভার পায় ফরিদপুর। এরপর শেরপুর ৩-২ গোলে হারায় বরগুনাকে। মাদারীপুর দল শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ২৩-৮ গোলে পরাজিত করে দিনাজপুরকে। ম্যাচের প্রথমার্ধেই মাদারীপুর ১০-৪ গোলে এগিয়ে ছিল।

বিজিবি ১১-৭ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে; প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ৫-৩ গোলে। দিনের শেষ খেলায় ফরিদপুর দ্বিতীয়বার মাঠে নেমে বরগুনাকে বড় ব্যবধানে ২৩-৬ গোলে হারায়।

বিজ্ঞাপন

এবারের জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় সার্ভিসেস সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থাসহ মোট ১৯টি দল অংশ নিচ্ছে। আসরের পৃষ্ঠপোষকতায় রয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

যদিও প্রতিযোগিতা শুরু হয়েছে শনিবার, আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৭ আগস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. শাহরিয়ার আলম।

সারাবাংলা/এসএইচএস

জাতীয় নারী হ্যান্ডবল

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর