Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইব্রেকারে চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ২২:১০ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:১২

নারায়ণগঞ্জে ড্যান্ডি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ব্লিটজ দাবা প্রতিযোগিতা শেষ হয়েছে উত্তেজনাপূর্ণ টাইব্রেকারের মাধ্যমে। ৭ ম্যাচ শেষে ৬ পয়েন্ট করে অর্জন করেছিলেন একাধিক খেলোয়াড়। তবে টাইব্রেকিং নিয়মে এগিয়ে থেকে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চ্যাম্পিয়ন হয়েছেন।

সমান ৬ পয়েন্ট নিয়ে ফিদে মাস্টার নাইম হক হয়েছেন রানারআপ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয় এবং ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ চতুর্থ স্থান লাভ করেন।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকাও দীর্ঘ। তাদের মধ্যে উল্লেখযোগ্য— ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার শরীফ হোসেন, রায়হান রশিদ মুগ্ধ, আবদুল মান্নান, ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন, আহমেদুল করিব চৌধুরী, মোকসেদ খান, নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, ফরহাদুর রহমান সাবাব, নারী ফিদে মাস্টার ওয়াসরিয়া খুশবু, সাফায়েত কিবরিয়া আযান, মাবরুর রাদ, রিয়াদ রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান ও মোহাম্মদ জয়নাল।

বিজ্ঞাপন

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রফেসর ড. আলিয়ার হোসেন, যিনি লন্ডনের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও নারায়ণগঞ্জ ড্যান্ডি ফাউন্ডেশনের সভাপতি। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন হুমায়ুন পাটওয়ারী, ফয়েজ কাউছার, দিপু চৌধুরী, সাইদুল্লাহ রিদয়, ওয়ালী হোসেন দিপন, বিল্লাল হোসেন রবিন এবং আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ।

সারাবাংলা/এসএইচএস

দাবাং

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর