Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪তম জাতীয় নারী হ্যান্ডবলের শিরোপা আনসারের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ২২:২১ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৮

রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ফাইনালে তারা ৩৫-২৯ গোলের ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ পুলিশ দলকে।

১৯৮৩ সালে শুরু হওয়া জাতীয় নারী হ্যান্ডবলের ইতিহাসে এটি আনসারের ২৪তম শিরোপা, যা এ প্রতিযোগিতায় সর্বোচ্চ।

চূড়ান্ত ম্যাচের প্রথমার্ধে আনসার ১৭-১২ গোলে এগিয়ে থাকলেও শুরুতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে থাকা আনসার নিয়ন্ত্রণ নেয় ম্যাচের। বিপরীতে, শেষ সময়ে এসে পুলিশের খেলোয়াড়দের স্ট্যামিনার ঘাটতি চোখে পড়ে।

বিজ্ঞাপন

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পঞ্চগড় জেলা ৩৪-২২ গোলে হারায় ঢাকা জেলাকে।

এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দল পেয়েছে ট্রফির পাশাপাশি ২৫ হাজার টাকার অর্থ পুরস্কার। রানার্সআপ বাংলাদেশ পুলিশ পেয়েছে ১৫ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী পঞ্চগড় দল পেয়েছে ১০ হাজার টাকা। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশের রুবিনা ইসলাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসা, সদস্য মো. মকবুল হোসেনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মার্কেটিং ম্যানেজার মো. শাহরিয়ার আলম।

সারাবাংলা/এসএইচএস

হ্যান্ডবল

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর