Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ রুপিতে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৮

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবার দর্শকদের জন্য টুর্নামেন্টের টিকিটের দাম রাখছে ইতিহাসের সর্বনিম্ন। মাত্র ১০০ ভারতীয় রুপিতে মাঠে বসে উপভোগ করা যাবে ম্যাচ। বাংলাদেশি মুদ্রায় যা ১৩৮ টাকা, ডলারে প্রায় ১.১৪ মার্কিন ডলার।

২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে শিশুদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৭ নিউজিল্যান্ড ডলার। যা ৩৫০ রুপি বা ৪.৪৫ ডলার। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম ছিল ১৭ নিউজিল্যান্ড ডলার। যা প্রায় ৮৫০ রুপি বা ১০ ডলার। সেই তুলনায় এবার টিকিটের দাম প্রায় সাড়ে আট গুণ কম।

বিজ্ঞাপন

আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল— ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এবারের আসরে পুরস্কারের পরিমাণেও এসেছে বড়সড় পরিবর্তন। মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৩ কোটি টাকা। ২০২২ সালের তুলনায় এবারের প্রাইজমানি প্রায় চার গুণ বেশি। এমনকি, পুরুষদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পুরস্কারের তুলনাতেও বেশি এই অঙ্ক।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আসিয়ানে যোগ দিল পূর্ব তিমুর
২৬ অক্টোবর ২০২৫ ১০:৩২

আরো

সম্পর্কিত খবর