Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় বিশ্লেষকের কথার প্রেক্ষিতে জাকের— কাউকে জবাব দেওয়ার কিছু নেই

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৩

এশিয়া কাপ খেলতে আজ দুই ভাগে দেশ ছাড়ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে ১৩ জন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের মধ্যে হার্ড হিটার জাকের আলি অনিকও ছিলেন। দেশ ছাড়ার আগে জাকের বলেছেন, কাউকে জবাব দেওয়ার কিছু নেই।

কদিন আগে ভারতের সাবেক ওপেনার ও বর্তমানের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া বলেছেন, এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিবে বাংলাদেশ। এই কথার প্রেক্ষিতে জাকের বলেছেন, জবাব দেওয়ার কিছু নেই।

সম্প্রতি টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স চমৎকার। শ্রীলংকা থেকে সিরিজ জিতে আসার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। তারপর কদিন আগে নেদারল্যান্ডসকে স্রেফ উড়িয়ে দিলেন টাইগাররা। এশিয়া কাপের আগে স্বাভাবিকভাবেই দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ।

বিজ্ঞাপন

এর মধ্যে আকাশ চোপড়ার সেই কথাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না জাকের। বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব। আমরা সবাই বিশ্বাস করি, ও রকম (চ্যাম্পিয়ন) মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’

টানা তিন সিরিজ জয়ের সঙ্গে ভালো অনুশীলনও করেছেন ক্রিকেটাররা। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তত্বাবধানে অনেকদিন অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ফিটনেস নিয়েও বলার মতো কাজ হয়েছে এবারের ক্যাম্পে।

জাকের বললেন, দলের প্রস্তুতি ভালো, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ, ভালো প্রস্তুতি হয়েছে। ড্রেসিংরুমের অবস্থাও সব সময়ের মতো ভালো।’

এশিয়া কাপ মাঠে গড়াবে ৯ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশ পরেছে গ্রুপ ‘বি’তে। গ্রুপের অপর দুই দল আফগানিস্তান ও শ্রীলংকা।

সারাবাংলা/এসএইচএস

জাকের আলী অনিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর