Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় খো খো-তে আনসারের শিরোপা জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৮

মার্কেন্টাইল ব্যাংক ৮ম জাতীয় খো খো প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি দল। পুরুষ বিভাগে তারা চট্টগ্রাম জেলাকে ৮ পয়েন্টে এবং মহিলা বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১ পয়েন্টে নীলফামারী জেলাকে পরাজিত করেছে।

মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর সহ-পৃষ্ঠপোষকতায় গত ৫ সেপ্টেম্বর থেকে পল্টন ময়দানে শুরু হয় এই প্রতিযোগিতা। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট ২৪টি দল।

গত শনিবার সেমিফাইনালে আনসারের নারী দল গাজীপুুর জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। পুরুষ বিভাগে নীলফামারি জেলাকে হারিয়ে ফাইনালে উঠেছিল আনসার। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে নীলফামারী ছেলে দল ও গাজীপুরের নারী দল।

বিজ্ঞাপন

রোববার পল্টনে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি অসীম কুমার সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক।

আরও উপস্থিত ছিলেন খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়ছার সাদিক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুর মুকতাদির এবং সদস্য সচিব মতিউর রহমান বাবুল।

সারাবাংলা/এসএইচএস